বিকাশ অ্যাপে কাটা যাবে ট্রেনের টিকেট

ছবি : ফেইসবুক থেকে নেওয়া

টেক শহর কনটেন্ট কাউন্সিলর  : এখন থেকে বিকাশ অ্যাপ দিয়ে ট্রেনের টিকেট কেনা যাবে।

টিকিট কিনতে অ্যাপের টিকেট আইকন থেকে ট্রেন নির্বাচন করতে হবে। এখানে বাংলাদেশ রেলওয়ের ‘ই-টিকেটিং সার্ভিস’ স্ক্রিন আসবে।

এই স্ক্রিনে যাত্রার স্থান ও গন্তব্য, তারিখ, টিকেটের সংখ্যাসহ আরও কিছু তথ্য দিয়ে ট্রেন নির্বাচন করতে হবে।

Techshohor Youtube

গ্রাহকের তথ্যানুসারে সিট ‘অ্যাভেইলেবল’ থাকলে ‘পারচেজ’ অপশনে যেতে হবে। সেখানে রেলওয়েতে নিবন্ধিত ‘ইউজার আইডি’ ও ‘পাসওয়ার্ড’ দিতে হবে। এরপর বিকাশ গেটওয়ে আসবে। গেটওয়েতে বিকাশ নম্বর দিলে গ্রাহক তার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড পাবেন। ভেরিফিকেশন কোড ও পিন দিয়ে টিকেট কেনা যাবে।

এজেড/ ডিসেম্বর ২/২০১৯/২০১৯

*

*

আরও পড়ুন