গুগলে আস্থা নেই জ্যাক ডরসির

jack-dosey-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অনলাইনে কিছু খুঁজতে হলে এখন আর গুগল সার্চ ব্যবহার করেন না টুইটারের সিইও জ্যাক ডরসি।

গুগলের বদলে ডাকডাকগো নামের একটি সার্চ ইঞ্জিন তিনি ব্যবহার করছেন। টুইট করে ব্যাপারটি নিজেই জানিয়েছেন জ্যাক ডরসি। গুগলের প্রতিদ্বন্দ্বী  সার্চ ইঞ্জিনটির প্রশংসা করে এক টুইটে লিখেছেন, আমার পছন্দ ডাকডাকগো। গত কিছুদিন ধরে এটাই আমার ডিফল্ট সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন হিসেবে এটা সত্যিই ভালো।

সার্চ ইঞ্জিন ডাকডাকগো চালু হয় ২০০৮ সালে। প্রতিষ্ঠানটির দাবি, ব্যবহারকারীদের ব্যক্তিগত কোনো তথ্য তারা সংরক্ষণ করে না।

Techshohor Youtube

ওয়েবসাইটের হোমপেইজে তারা জানিয়েছে, তাদের প্রাইভেসি নীতিমালা খুবই সাধারণ। ব্যবহারকারীদের তথ্য তারা সংগ্রহ বা শেয়ার করে না।
বিজ্ঞাপন দেখাতে তারা ব্যবহারকারীদের অনুসরণ করে না। আইপি ঠিকানাও ট্র্যাক করে না।

গত বছর এক টুইটে ডাকডাকগো জানায়, একদিনে ১ কোটি সার্চের মাইলফলকে পৌঁছাতে তাদের সাত বছর লেগেছে। ২ কোটির সার্চের মাইলফলকে ছুঁতে সময় লেগেছে আরও দুই বছর। এরপরে এক বছরেরও কম সময়ে ৩ কোটি সার্চের রেকর্ড গড়তে পেরেছে তারা।

ডাকডাকগোয়ের জন্য এই সংখ্যা হয়তো বিশাল কিছু। তবে গুগলের তুলনায় এই সংখ্যাকে যৎসামান্যই বলতে হবে। কারণ প্রতিদিন গুগলে সার্চ করা হয় ৩০০ কোটি বারের বেশি।

গ্যাজেটস নাউ অবলম্বনে পিএন/ এজেড/ ডিসেম্বর ১/২০১৯/১২৫৫

*

*

আরও পড়ুন