![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : মানুষ ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োজনীয়তা আগেই বুঝেছে।
এবার গরুর দুধ উৎপাদন বাড়াতে রাশিয়ার একটি খামারে ভিআরের মাধ্যমে পরীক্ষা চালানো হয়েছে। মূলত গরুর উদ্বেগ কমাতে এটি ব্যবহার করা হচ্ছে।
মস্কোর কাছেই একটি খামারে গরুদের ভিআর হেডসেট পরিয়ে পরীক্ষা চালিয়েছে খামার মালিকরা। এর ফলে দুধের উৎপাদন যেমন বাড়বে, তেমনি দুধের মানও বাড়বে বলে তাা প্রত্যাশা করছেন।
স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, খামারের গরুর চোখ ও মুখমণ্ডলের মাপে ভিআর গ্লাস তৈরি করা হয়েছে।
তারা পরীক্ষামূলক ডেটার একটি তালিকা করেছে, যেখানে দেখা যাচ্ছে, গরু নীল ও সবুজের চেয়ে লালে বেশি মনোযোগী।
ভিআরের সঙ্গে সঙ্গে তাদের মধ্যে একটি সিমুলেশন প্রোগ্রাম চালানো হয়, যাতে করে গরুর উদ্বেগ কমানো সম্ভব হয়েছে। আর এর মাধ্যমে এটা পাওয়া গেছে যে, ভিআর গরুর দুধ উৎপাদন বাড়িয়ে দেয়।
ইএইচ/ নভে ৩০/ ২০১৯/ ২০৪৬
আরও পড়ুন –
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি