![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল সম্প্রতি তাদের স্মার্টফোন মডেম ব্যবসা অ্যাপলের কাছে বিক্রি করে দিয়েছে। ব্যবসা বিক্রির কারণ হিসেবে এখন প্রতিষ্ঠানটি দুষছে কোয়ালকমকে।
ইন্টেলের ভাষ্য, কোয়ালকম তাদের এমন ব্যবসায়িক পরিকল্পনা করে এগিয়েছে যাতে ইন্টেলকে তারা ব্যবসা বন্ধের দিকেই ঠেলে দিয়েছে।
বিষয়টি নিয়ে ইন্টেল ফেডারেল ট্রেড কমিশনের কাছে একটি নথি তুলে দিয়েছে এর বিবরণ যুক্ত করে। একই সঙ্গে গত মে মাসে কোয়ালকম যে অ্যাপিল করেছিল তা অগ্রাহ্য করে ক্যালিফোর্নিয়ার উত্তর জেলা আদালতে একটি মামলা দায়ের করেছে ইন্টেল।
আদালত তাদের তদন্তে এটা পেয়েছে যে, কোয়ালকমের লাইসেন্সিং পদ্ধতিগুলো বছরের পর বছর ধরে সিডিএমএ এবং প্রিমিয়াম এলটিই মডেমের চিপ মার্কেটে প্রতিযোগিতাকে বিনাশ করে চলেছে। এরা তাদের প্রতিদ্বন্দ্বী, ওএমএস এবং শেষ পর্যন্ত গ্রাহকদের ক্ষতি করছে
কোয়ালকম সবসময় অন্যায়ভাবে বাজারে প্রতিযোগিতা নষ্ট করার প্রবণতা নিয়ে কাজ করে বলেও আদালত দেখতে পেয়েছে।
ইন্টেল আদালত যে ফাইন্ডিংগুলো তুলে ধরেছে তার সঙ্গে একমত পোষণ করেছে।
ইন্টেলও কোয়ালকমের এমন আচরণের শিকার হয়েছিল বলে দাবি করেছে। এমনকি তারা গ্রাহকদের কাছে মডেম বিক্রি করা থেকে ইন্টেলকে বিরত থাকতে বাধ্য করেছিল, বাজারে কৃত্রিম দাম তৈরি করে কোয়ালকম মডেম বিক্রি করতেও বাধ্য করেছিল ইন্টেল।
শুক্রবার একটি পোস্টে ইন্টেলের জেনারেল কাউন্সেল স্টিভেন রডগার্স লিখেছেন, আমরা বিশ্বাস করি যে আদালত আপিলের পক্ষে আমাদের দৃষ্টিভঙ্গিটি শুনতে চাইবেন।
ইন্টেল তাদের স্মার্টফোন মডেম ব্যবসা কয়েক বিলিয়ন ডলারে অ্যাপলের কাছে বিক্রি করে দিয়েছে।
অ্যাপল চলতি বছরের জুলাইয়ে চিপ-নির্মাতা ইন্টেলের স্মার্টফোন মডেম ব্যবসায় ১০০ কোটি ডলারে অধিগ্রহণের ঘোষণা করেছিল। তখন প্রায় ২,২০০ ইন্টেলের কর্মী, সরঞ্জামাদি এবং ইজারাসহ অ্যাপলটিতে যোগ দেওয়ার কথা বলা হয়েছিল। এমনকি এর মধ্যে কপিরাইটও ছিল।
ইএইচ/ নভে ৩০/ ২০১৯/ ১৫৫০