আফ্রিকা বদলাতে যাচ্ছেন টুইটার প্রধান

Jack Dorsey

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বসবাসের জন্য আগামী বছরে আফ্রিকা যাচ্ছেন টুইটার প্রধান জ্যাক ডরসি। তিনি সেখানে তিন থেকে ছয় মাস বসবাস করবেন বলে জানা যাচ্ছে। 

টুইটারে এক টুইট করে এমন খবর দিয়েছেন ডরসি। তিনি বুধবার টুইট করে বলেছেন, এই মহাদেশ ছেড়ে আফ্রিকায় যাওয়াটা এখন খুবই কঠিন। তবে ভবিষ্যৎ আফ্রিকাই নির্ধারণ করবে। বিশেষ করে বিটকয়েনের। তারপরও আমি যাবো আগামী বছর। থাকবো তিন থেকে ছয় মাস। 

বসবাসের জন্য যাবার আগে ডরসি মাসব্যাপী মহাদেশটি ভ্রমণে বের হয়েছেন। সেখানে চলতি সপ্তাহে ছিলেন ইথিওপিয়ায়।

Techshohor Youtube

ডরসি জানিয়েছেন, ইথিওপিয়া, ঘানা, নাইজেরিয়া এবং দক্ষিণ আফ্রিকার উদ্যোক্তাদের সঙ্গে দেখা করবেন। 

এর আগে চলতি বছরের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার মেলবর্ন এবং অক্টোবরে মিয়ানমারে ছিলেন ডরসি। সেখানে ১০ দিনের নীরব ‘বিপাসানা’ ধ্যানের মাধ্যমে তার জন্মদিনও উদযাপন করেছেন।

তার এই ভ্রমণ বেশিরভাগ ক্ষেত্রেই দেশগুলোর প্রযুক্তি উদ্ভাবক ও প্রযুক্তি কর্মকর্তাকে ঘিরেই চলছে। 

আফ্রিকা অবহেলিত হওয়ার পিছনে অন্যতম একটি কারণ হিসেবে দেখা হয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো সেসব দেশকে ভালো মূল্যায়ন না করা। এই বৈষম্য ঘুচিয়ে দিতে চান এই তরুণ উদ্যোক্তা।  

এখন সময় শুধু দেখার, ডরসি আফ্রিকার উন্নয়নে কি করেন। 

ইএইচ/ নভে ২৯/ ২০১৯/ ১১০০

*

*

আরও পড়ুন