Techno Header Top and Before feature image

গুগল ছাড়াই টিকে থাকবে অনার!

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ের সাব-ব্র্যান্ড অনার গুগলের মোবাইল সেবা ব্যবহার ছাড়াই টিকে থাকতে পারবে।

হুয়াওয়ে খুব দ্রুত নিজেদের ‘হুয়াওয়ের মোবাইল সার্ভিস’ উন্নয়ন করছে বলে প্রতিষ্ঠানটির একজন উচ্চ পদস্থ কর্মকর্তা বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম আইএএনএসকে জানিয়েছে।

গুগল মোবাইল সার্ভিস এমন কিছু অ্যাপ যেগুলো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে প্রি-ইনস্টল করে দেওয়া হয়।

অনার মোবাইল ফোনে প্রি-ইনস্টল অ্যাপ স্ট্র্যাটেজি নিয়ে কঠিন সব সিদ্ধান্ত মোকাবিলায় নিজেদের পরিকল্পা নিয়ে কাজ করছে। তারা যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে এই বাণিজ্য যুদ্ধ ও যুক্তরাষ্ট্রে হুয়াওয়ের উপর আরোপ করা বিধি-নিষেধ নিয়েও কাজ করছে।

অনার ওভারসিস মার্কেটের মার্কেটিং অ্যান্ড সেলসের প্রেসিডেন্ট জেমস জউ বলেছেন, তারা ইতোমধ্যে অনেক মেধাবীদের খুঁজে বের করে নিয়োগ দিচ্ছেন এবং বিশ্ব বাজারে নিজেদের অবস্থান ধরে রাখার ব্যাপারে এখনো তারা অসম্ভব বলে কিছু ভাবছেন না।

১০ বছর আগে গুগল অ্যান্ড্রয়েডকে কিনে নেয়। ২০ মিলিয়ন ডলারের কমেই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম প্রতিষ্ঠানকে কিনে নেওয়ার পর তা এখন হুয়াওয়েসহ অনেক প্রতিষ্ঠানই ব্যবহার করছে।

জউ বলেছেন, এখনি আমরা অ্যান্ড্রয়েড ওপেন সোর্স ব্যবহার থেকে সরে আসছি না। এমনকি এখনো আমরা গুগলের সার্ভিস ব্যবহার করছি। তবে নিজেদের সার্ভিস উন্নয়নে আমরা কাজ করছে। আশা করছি খুব অল্প সময়ের মধ্যে আমরা সেগুলো নিজেদের মতো করে ব্যবহার করতে পারবো।

এমনকি হুয়াওয়ে যদি নিজেদের মোবাইল সার্ভিসে গুগলের মোবাইল সার্ভিস নিয়ে যেতে চান তাহলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে তাদের দক্ষ প্রকৌশলীরা তা করতে পারবেন বলেও জউ বিশ্বাস করেন।

কিন্তু আসলেই এমনটি করবে কিনা সে সম্পর্কে এখনো স্পষ্ট কোনো উত্তর দেননি তিনি।

ইএইচ/ নভে ২৮/ ২০১৯/ ২০৩০

*

*

আরও পড়ুন