![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দেশে আসুস জেনবুক ডুয়ো সিরিজের ফ্ল্যাগশিপ ল্যাপটপ আনলো আসুস।
আসুস জেনবুক ডুয়ো এবং জেনবুক প্রো ডুয়ো সংস্করণের ল্যাপটপ দুটি দেশের বাজারে বিক্রি করবে আসুসের অনুমোদিত পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড।
ফ্ল্যাগশিপ ল্যাপটপটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে প্রিমিয়াম ফিনিশিং এবং ডুয়েল ডিসপ্লে।
সেকেন্ডারি টাচস্ক্রিন ডিসপ্লেটিকে আসুস বলছে, স্ক্রিনপ্যাড প্লাস। সম্পূর্ণ ডিসপ্লেটিই টাচ। এর যে দ্বিতীয় ডিসপ্লে সেটি রয়েছে ল্যাপটপের কি বোর্ডের উপরের অংশে।
আগামী দিনের ল্যাপটপ স্লোগান দিয়ে আসুস তাদের ডুয়েল ডিসপ্লের ল্যাপটপ বুধবার এক অনুষ্ঠানের মাধ্যমে উন্মোচন করে।
উন্মোচন অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি তাদের জানায়, তাদের এই ফ্ল্যাগশিপ মানের ল্যাপটপটি কনটেন্ট ক্রিয়েটর, ডিজিটাল আর্টিস্ট, মিউজিক মিক্সার, মাল্টিটাস্কিং, বিভিন্ন ধরনের লাইভ করার করার ক্ষেত্রে আগের ধারণা বদলে দেবে।
টাচ ডিসপ্লে এবং স্টাইলাস পেন থাকায় মাল্টিটাস্কিং, ছবি আকা কিংবা ডিজিটাল আর্ট করা যাবে ল্যাপটপেই।
আসুস জেনবুক প্রো ডুয়ো এবং জেনবুক ডুয়ো দুটি ল্যাপটপের চার ধরনের সংস্করণ রয়েছে।
সর্বোচ্চ মানের জেনবুক প্রো ডুয়ো সংস্করণটিতে আছে ইন্টেল কোর আই নাইন প্রসেসর।
এছাড়া আসুস জেনবুক ডুয়োতে আছে দশম প্রজন্মের ইন্টেল কোর আই সেভেন এবং কোর আই ফাইভ প্রসেসর।
সর্বোচ্চ ৩২ জিবি র্যাম ধারণক্ষমতা সমর্থিত ল্যাপটপে অতিরিক্ত জিপিইউ হিসেবে রয়েছে এনভিডিয়া আরটিএক্স ২০৬০ এবং আর সবচেয়ে কমদামী মডেলে আছে এমএক্স২৫০ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট।
এছাড়া স্টোরেজ হিসেবে রয়েছে এক টেরাবাইট হাই স্পিড পিসিআইই এসএসডি সুবিধা।
১৫.৬ ইঞ্চির ফোর-কে ওএলইডি টাচস্ক্রিন ডিসপ্লে দেওয়া হয়েছে এতে। রয়েছে সর্বোচ্চ পর্যায়ের কুলিং সুবিধা।
অন্যদিকে ১৪ ইঞ্চি এলইডি ফুলএইচডি টাচস্ক্রিন সমর্থিত জেনবুক ডুয়োতে দেয়া হয়েছে অপেক্ষাকৃত কিছুটা পাতলা গড়ন।
আসুসের নতুন এই ল্যাপটপে কানেক্টিভিটির জন্য ইউএসবি টাইপ-সি থান্ডারবোল্ট থ্রি রয়েছে।
সর্বোচ্চ কনফিগারেশনসহ আসুস জেনবুক প্রো ডুয়ো মডেলটির দাম দুই লাখ ৮০ হাজার টাকা। এছাড়াও আসুসের জেনবুক ডুয়ো সিরিজ শুরু হবে এক লাখ পাঁচ হাজার টাকা থেকে।
ল্যাপটপের উন্মোচন অনুষ্ঠানে আসুস দক্ষিণ এশিয়া রিজিওনের প্রধান লিওন উ, আসুস বাংলাদেশের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আল ফুয়াদ, বাংলাদেশের কান্ট্রি প্রোডাক্ট ম্যানেজার আশিকুজ্জামানসহ গ্লোবাল ব্র্যান্ডের কর্মকর্তারা।
ইএইচ/ নভে ২৮/ ২০১৯/ ১৭৩০