Samsung IM Campaign_Oct’20

পুরানো ওএসে চলবে না বিক্সবি

Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অ্যান্ড্রয়েড ৭.০ নোগাট ও অ্যান্ড্রয়েড ৮.০ ওরিও সংস্করণের অপারেটিং সিস্টেমে ভয়েস অ্যাসিস্ট্যান্ট বিক্সবি ১.০ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে স্যামসাং।

অ্যান্ড্রয়েড নোগাট ও অ্যান্ড্রয়েড ওরিও অপারেটিং সিস্টেমে চলা গ্যালাক্সি এস ৯, এস ৯ +, এস ৮, এস ৮ +, এস৮, গ্যালাক্সি নোট ৮ এস৮ অ্যাক্টিভ ও এ৯ (২০১৮) ২০২০ সালের ১ জানুয়ারি থেকে আর বিক্সবি সাপোর্ট করবে না। এই ফোনগুলোর ব্যভহারকারীর বিক্সবির পুরানো সংস্করণটি ব্যবহার করতে চাইলে তাদেরকে আপগ্রেড করতে হবে অ্যান্ড্রয়েড পাইয়ে।

গত বছর স্যামসাং বিক্সবির আপডেট সংস্করণ বিক্সবি ২.০ উন্মোচন করে। পুরানো বিক্সবি ছেড়ে ব্যবহারকারীরা যাতে বিক্সবি ২.০ এর ব্যবহার শুরু করে তা নিশ্চিত করতেই নোগাট ও ওরিও সংস্করণে বিক্স বন্ধ করছে স্যামসাং।

বিক্সবি ফিচারটি গুগল অ্যাসিস্ট্যান্ট বা অ্যাপলের সিরির মতো ভয়েস কমান্ডের সাহায্যে কাজ করে। এটি শুধু ইংরেজি ও কোরিয়ান ভাষা বুঝতে পারে। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টটি দিয়ে ফোনের সেটিংস বদলানো, অ্যাপডাউনলোড ও রুটিন তৈরিসহ বেশ কিছু কাজ করা যায়।

স্ল্যাশগিয়ার ও অ্যান্ড্রয়েড অথোরিটি অবলম্বনে পিএন/ এজেড/নভেম্বর ২৭/২০১৯/৯

*

*

আরও পড়ুন