Techno Header Top and Before feature image

আসছে নকিয়ার নতুন ফোন

ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : এইচএমডি গ্লোবাল আগামী ৫ ডিসেম্বর নতুন ফোন আনার ঘোষণা দেবে।

এক টুইটার পোস্টে নকিয়া জানিয়েছে, আমাদের পরিবারের সর্বশেষ সংস্করণ আসবে আগামী ৫ ডিসেম্বর। বিস্তারিত জানতে সঙ্গেই থাকুন।

ফোনটির নাম এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, ফোনটি হবে নকিয়া ৮.২। কারণ গত বছর একই সময়ে ৮.১ উন্মোচন করেছিল নকিয়া। তবে নকিয়া ৮.২ এর বদলে নকিয়া ২.৩ ফোনটিও আনতে পারে এইচএমডি গ্লোবাল।

নকিয়া ৮.২ ফোনটি আসতে পারে ৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণে। মূল ক্যামেরায় থাকতে পারে ৬৪ মেগাপিক্সেলের লেন্স। এতে থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩৫ প্রসেসর। অপারেটিং সিস্টেমে থাকবে অ্যান্ড্রয়েড ১০। দাম হতে পারে ৫০০ ডলারের আশেপাশে।

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ফোনটির ফাইভজি সংস্করণের ঘোষণা আসতে পারে।

অ্যান্ড্রয়েড অথোরিটি ও জিএসএমএরিনা অবলম্বনে এজেড/নভেম্বর ২৩/২০১৯/২১৩০

*

*

আরও পড়ুন