ওয়ানপ্লাস গ্রাহকদের তথ্য চুরি

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে ওয়ানপ্লাস গ্রাহকদের অর্ডার সংক্রান্ত তথ্য চুরি করেছে হ্যাকাররা।

চুরি করা তথ্যের মধ্যে রয়েছে গ্রাহকের নাম, কনট্যাক্ট নম্বর, ইমেইল আইডি, শিপিং অ্যাড্রেস। তবে পেমেন্ট সংক্রান্ত তথ্য, পাসওয়ার্ড ও অ্যাকাউন্ট হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে ওয়ানপ্লাস।

গত সপ্তাহে ওয়ানপ্লাস এই তথ্য চুরির ঘটনা টের পায়। ওয়ানপ্লাসের ওয়েবসাইটে আর কোনো নিরাপত্তা ত্রুটি আছে কিনা তা যাচাই বাছাই করা হয়েছে। কারণ অনলাইন স্টোর বা ওয়ানপ্লাসের ওয়েবসাইটের নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে চুরির ঘটনা ঘটিয়েছে হ্যাকাররা। এ ঘটনায় কতোজন গ্রাহকের তথ্য চুরি হয়েছে তা প্রকাশ করেনি ওয়ানপ্লাস।

Techshohor Youtube

ইমেইলের মাধ্যমে ব্যবহারকারীদের এ তথ্য জানিয়েছে ওয়ানপ্লাস। গ্রাহকদের কাছে দেওয়া ইমেইলে ওয়ানপ্লাস এ ঘটনায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। ঘটনা সম্পর্কিত কোনো তথ্য জানতে হলে কাস্টমার সাপোর্ট টিমের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছে তারা।

এটাই প্রথম নয়। ২০১৮ সালের জানুয়ারিতেও ৪০ হাজার গ্রাহকের তথ্য চুরির ঘটনা ঘটেছিলো। সেবার গ্রাহকদের ক্রেডিট কার্ডের তথ্য ছিনিয়ে নিয়েছিলো হ্যাকাররা।

দ্য ভার্জ অবলম্বনে এজেড/ নভেম্বর ২৩/২০১৯/১২৫৩

*

*

আরও পড়ুন