![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ফোল্ডেবল ফোন মেট এক্স মেরামতের খরচ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে হুয়াওয়ে।
কোম্পানিটির সার্ভিস সেন্টারে গেলে ব্যাটারি বদলাতে খরচ হবে ৪০ ডলার (৩ হাজার ৩৬০ টাকা)। মাদারবোর্ড বদলাতে খরচ হবে ৫০০ ডলার (৪২ হাজার টাকা)। ডিসপ্লে মেরামত বা পরিবর্তনে খরচ হবে এক হাজার ডলার (৮৪ হাজার টাকা)। ক্যামেরা বদলাতে বা মেরামতে খরচ হবে ১০০ ডলার (৮ হাজার ৪০০ টাকা)।
ভাঙ্গন থেকে প্রতিরোধের জন্য ফোল্ডেবল ফোনগুলোতে এখনো শক্ত গ্লাসের ব্যবহার শুরু হয়নি। ভাঁজ খোলা অবস্থায় এর দুই পাশেই ডিসপ্লে থাকে। ফলে হাত থেকে পড়ে ডিসপ্লে ভেঙে যাওয়ার আশংকা প্রবল।
হুয়াওয়ের ফোল্ডেবল ফোন মেট এক্স বাজারে আসে ১৫ নভেম্বর। প্রথম প্রজন্মের ফোল্ডেবল ফোন হওয়ায় মেট এক্সের দাম অন্যান্য ফ্ল্যাগশিপ ফোনের দ্বিগুণেরও বেশি।
তাই হয়তো ফোনটি মেরামতের বা পার্টস পরিবর্তনের খরচও তুলনামূলকভাবে বেশি।ফোনটির ৮ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ সংস্করণের দাম ২৪শ’ ডলার ( দুই লাখ এক হাজার ছয়শ’ টাকা)।
আপাতত শুধু চীনেই ফোনটি পাওয়া যাবে। অন্যান্য দেশে ফোনটি আনার ব্যাপারে এখনো কিছু জানায়নি হুয়াওয়ে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকায় গুগল অ্যাপস ও সার্ভিসেস ছাড়াই এসেছে ফোনটি।
গিজচায়না অবলম্বনে এজেড/ নভেম্বর ২০/২০১৯/১৫৪৮
আরও পড়ুন –
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি