Techno Header Top

উবারের চিফ প্রোডাক্ট অফিসারের পদত্যাগ

Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : উবারের চিফ প্রোডাক্ট অফিসার মানিক গুপ্তা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আগামী ১৩ ডিসেম্বর শেষ দিনের মতো তিনি উবারে অফিস করবেন।

উবারের প্রোডাক্ট টিমের উদ্দেশে তিনি একটি চিঠি লিখেছেন। সেখানে জানিয়েছেন, উবার সিইও দারা খশরুশাহী ও পরিবারের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছি।

সংবাদ মাধ্যম টেকক্রাঞ্চকে তিনি বলেছেন, বিরতি নেওয়ার এটাই ভালো সময়। এই সুযোগে প্রোডাক্টের টিমের সঙ্গে আরও বেশি জড়াতে পারবেন দারা খশরুশাহী। যতো দিন না আমার বিকল্প হিসেবে কাউকে পাওয়া যাচ্ছে, প্রোডাক্ট টিম সরাসরি তার কাছেই রিপোর্ট করবে।

পদত্যাগের পর তিনি অফুরন্ত অবসর পাবেন। তখন ইন্টারনেট দুনিয়ার ট্রেন্ডগুলো পর্যবেক্ষণ করবেন বলে জানিয়েছেন তিনি।

২০১৫ সালে গুগল ছেড়ে উবারে তিনি যোগ দিয়েছিলেন ম্যাপস ও মার্কেটপ্লেস প্রোডাক্ট টিমের সিনিয়র ডিরেক্টর হিসেবে। ২০১৮ সালের নভেম্বরে চিফ প্রোডাক্ট অফিসার হিসেবে পদোন্নতি পান তিনি।

উবারের মুখপাত্র জানিয়েছেন, গত চার বছরে তার হাত ধরে চালু হয়েছে উবার রিওয়ার্ডস, উবার প্রো ও উবার ওয়ালেট। তার এই নেতৃত্বের জন্য আমরা কৃতজ্ঞ।

ইয়াহু নিউজ অবলম্বনে এজেড/ নভেম্বর ১৯/২০১৯/১২২৫

*

*

আরও পড়ুন