আরও তিন মাস সময় পেল হুয়াওয়ে

ধীরে ধীরে বিকল্প পথ খুঁজে নিচ্ছে হুয়াওয়ে। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : শর্ত সাপেক্ষে যুক্তরাষ্ট্রে ব্যবসা করার জন্য আরও তিন মাস বা ৯০ দিনের সময় পাচ্ছে চীনা জায়ান্ট হুয়াওয়ে।

মূলত এই সময়ে হুয়াওয়ের সঙ্গে ব্যবসা করতে সেই বিশেষ লাইসেন্স পাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো।  এমনকি সোমবারই এমন সময় বাড়িয়ে লাইসেন্স ইস্যু করা হবে বলে একটি সূত্র বলেছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে এই লাইসেন্সের মেয়াদ দুই সপ্তাহ বাড়ানো হতে পারে। এরপর আবার বৈঠক করে তা ৯০ দিন পর্যন্ত বাড়াতে পারে দেশটির বাণিজ্য বিভাগ। এমনই পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন।

Techshohor Youtube

গত মে মাসে দেশটির জাতীয় নিরাপত্তা ইস্যুতে হুয়াওয়েকে ব্যবসা করার ক্ষেত্রে কালো তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র সরকার। এরপর দেশটির অন্য প্রতিষ্ঠানগুলো যাতে ব্যবসা করতে পারে তাই ৯০ দিনের জন্য বিশেষ লাইসেন্স দেয় কোম্পানিগুলোকে।

তবে নতুন করে লাইসন্সে নবায়নের বিষয়ে হুয়াওয়ে কোনো মন্তব্য করতে চায়নি। এমনকি যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগও কোনো মন্তব্য করেনি।

ইএইচ/ নভে ১৮/ ২০১৯/ ২০২৫

আরও পড়ুন –

হুয়াওয়ের সঙ্গে ব্যাণিজ্যে ফিরছে মার্কিন প্রতিষ্ঠান

ক্ষতির কথা জানালো হুয়াওয়ে 

গুগল অ্যাপ ছাড়াই হুয়াওয়ে আনলো মেট ৩০ সিরিজ

*

*

আরও পড়ুন