মেকআপ আর্টিস্ট খুঁজবেন ইউটিউবার জেমস চার্লস

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : মেকআপ প্রতিযোগিতার আয়োজন করছেন ইউটিউবার জেমস চার্লস।

দক্ষ নবীন মেকআপ আর্টিস্ট খুঁজতে ইউটিউবের জন্য চার পর্বের একটি অরিজিনাল সিরিজ তৈরি করবেন বিশ বছর বয়সী বিউটি গুরু জেমস চার্লস। রিয়েলিটি সিরিজের উপস্থাপক, পরামর্শদাতা ও নির্বাহী প্রযোজক হিসেবে থাকবেন তিনি। রিয়েলিটি শোটির নাম হবে ‘জেমস চার্লস ইনস্ট্যান্ট ইনফ্লুয়েন্সার ওয়ার্কিং’।

শোটির মাধ্যমে চার্লস তার ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিউটি ব্লগারদেরকে পরিচিত করে তুলবেন যা তাদের ইউটিউবে ক্যারিয়ার সমৃদ্ধ করবে।

Techshohor Youtube

চার্লস ইউটিউব চ্যানেলে পোস্ট করা ভিডিওতে জানান, গত তিন বছর ধরে তিনি এই প্রতিযোগিতামূলক শো-এর জন্য কাজ করেছেন।

এই প্রতিযোগীতায় অংশ নেবেন ছয় জন মেকআপ আর্টিস্ট। তাদের কেবল মেকআপ বিষয়ে দক্ষ হলে চলবে না। ইনফ্লুয়েন্সার হিসেবে তারা কতোটা ভালো তারও প্রমাণ দিতে হবে। যারা ভিডিও বা ছবির মাধ্যমে পণ্যের প্রচারণা চালান তারাই ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত। প্রতিযোগিতায় বিজয়ী হলে পাওয়া যাবে ৫০ হাজার ডলার (৪১ লাখ ৫০ হাজার টাকা)।

আগামী থেকে সপ্তাহে এক দিন জেমস চার্লসের চ্যানেলে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানটি ফ্রিতে দেখা যাবে।

ইউটিউবে মেকআপ টিউটোরিয়াল আপলোড করে তারকা বনে যাওয়া জেমস চার্লসের ফলোয়ার সংখ্যা ১ কোটি ৬০ লাখ।

দ্য ভার্জ অবলম্বনে পিএন/ এজেড/ নভেম্বর ১৮/২০১৯/১৩১০

*

*

আরও পড়ুন