ট্যাবলেট আনছে হুয়াওয়ে

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আইপ্যাড প্রোকে টেক্কা দিতে মেটপ্যাড প্রো আনছে হুয়াওয়ে।

চলতি মাসের ২৫ তারিখ ট্যাবলেটি আনার ঘোষণা দিতে পারে হুয়াওয়ে। চীনা টেক জায়ান্টটির সিইও রিচার্ড ইউ এক ইউবো পোস্টে মেট লেখা একটি ছবি পোস্ট করে এ তথ্য জানান।

পূর্বের ফাঁস হওয়া তথ্য ও ছবি অনুযায়ী, এতে প্রসেসর হিসেবে থাকবে কিরিন ৯৯০ প্রসেসর। র‍্যাম থাকবে ৮ জিবি। স্টোরেজ থাকবে ২৫৬ জিবি। ব্যাটারির শক্তি জানা যায়নি। তবে সংবাদ মাধ্যম অ্যান্ড্রয়েড অথোরিটি জানিয়েছে, এতে ৪০ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা থাকবে।

Techshohor Youtube

ট্যাবলেটটির সঙ্গে কিবোর্ড ও স্টাইলাস থাকবে। স্লিম ডিজাইনের ট্যাবলেটটি দেখতে অনেকটা আইপ্যাড প্রোয়ের মতো। ট্যাবলেটির পেছনে রয়েছে ডুয়েল ক্যামেরা ও এলইডি ফ্ল্যাশ। সামনে থাকবে পাঞ্চ হোল ক্যামেরা।

ট্যাবলেটটি পাওয়া যাবে সাদা, কালো, সবুজ ও কমলা রঙে।

দ্য নেক্সট ওয়েব অবলম্বনে এজেড/ ১৭ নভেম্বর/২০১৯/১৪৩০

*

*

আরও পড়ুন