![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : কোনো বিষয় সম্পর্কে জানার প্রয়োজন পড়লে প্রথমেই মাথায় আসে গুগলের কথা।
এমন কিছু নেই যা নিয়ে প্রশ্ন করলে গুগল থেকে উত্তর পাওয়া যাবে না। তবে প্রায় সময়ই দেখা যায়, কাঙ্ক্ষিত ফলাফল গুগলে সার্চ করলে পাওয়া যায় না। এর দোষ গুগলের নয়। সঠিকভাবে সার্চ করার কৌশল না জানার কারণে এমনটি হয়ে থাকে।
কৌশল মেনে গুগল সার্চে কী কী সার্চ করা সম্ভব তা নিয়েই বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে।
চাকরি
গুগলের মাধ্যমেও চাকরি খোঁজা সম্ভব। গুগল সার্চে গিয়ে ‘জবস নিয়ার মি’ লিখে টাইপ করলে ব্যবহারকারীর এলাকা অনুযায়ী চাকরির লিস্ট দেখাবে গুগল।
সিনেমার শো-টাইম
সিনেমার দেখতে চাইলে সবার প্রথমে শো-টাইম জানার প্রয়োজন হয়। শোটাইম জানতে যে গুগল করা যায় তা অনেকেই জানেন না। গুগল গিয়ে সার্চ বক্সে শুধু ‘মুভি শো-টাইমস’ লিখলে স্টার সিনেপ্লেক্সের লিঙ্ক চলে আসবে। সেখানে ক্লিক করে কখন কোন সিনেমা দেখানো হবে তা জানা যাবে।
ফেস্টিভেল
ঢাকা শহরের কোথায় কোন ইভেন্ট চলছে তা জানতে হলে গুগলে ‘ফেস্টিভেলস ইন ঢাকা’ লিখে সার্চ দিতে হবে। এতে কোথায় কোন ইভেন্ট কতো তারিখে অয়োজন করা হবে তার তালিকা চলে আসবে।
রেসিপি
ইউটিউবে রান্নার রেসিপি সহজেই পাওয়া যায়। তবে সব ধরণের খাবারের রেসিপি একত্রে পেতে চাইলে গুগল করে ‘অলরেসিপিস’ নামের ওয়েরসাইটের লিঙ্কে ক্লিক করতে হবে।
খেলার স্কোর
বর্তমানে বাংলাদেশ ও ভারতের টেস্ট ম্যাচ চলছে। খেলার স্কোর দেখতে চাইলে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া লিখে সার্চ দিতে হবে। শুধু ক্রিকেট নয়, ফুটবল দলের নাম লিখে সার্চ দিলেও পাওয়া যাবে আসন্ন খেলার সময়সূচী।
বিল ভাগাভাগি
ধরেন ৫ বন্ধু মিলে বাইরে খেতে গেছেন। খাবারের দাম সব মিলিয়ে পড়ছে ২ হাজার টাকা। এখন এর সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট যুক্ত হলে প্রত্যেককে কতো টাকা করে দিতে হবে তা গুগল থেকেই জানা যাবে। অল্প সময়ের মধ্যে হিসাবটি বের করতে গুগলে গিয়ে শুধু লিখতে হবে টিপ ক্যালকুলেটর।
কারেন্সি কনভার্ট
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের মূদ্রার মানের পার্থক্য কতো বা ৪০০ ডলার সমান কতো টাকা তা সহজেই জানা যাবে গুগলে। ব্যবহারকারীকে শুধু ‘ইউএসডি টু টাকা’ লিখে সার্চ করতে হবে।
খাবারের ক্যালোরি
কোনো খাবার গ্রহণের সময় তাতে কী পরিমাণ ক্যালোরি আছে সেটাও জানাবে গুগল। শুধু লিখতে হবে ‘হাউ মেনি ক্যালোরি ইন পিজ্জা’। এতেই ক্যালোরির পরিমাণ দেখা যাবে।
শব্দের অর্থ গুগল
গুগলকে ডিকশনারি হিসেবেও ব্যবহার করা যায়। প্রয়োজনীয় শব্দ লিখে সার্চ দিলেই বের হয়ে আসবে অর্থ ও প্রতিশব্দ।
ছবির মাধ্যমে সার্চ
গুগলে ছবির সাহায্যেও তথ্য সংগ্রহ করা সম্ভব। কেউ যদি কোনো ছবি সম্পর্কে জানতে চান তাহলে গুগল ইমেইজের ক্যামেরা আইকনে ক্লিক করতে হবে।
বড় সংখ্যার উচ্চারণ
বড় কোনো সংখ্যা সঠিকভাবে বলাটা অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়। ধরা যাক, ২৫৬৩৭৪৯৭ সংখ্যাটি কিভাবে বলবেন তা আপনি বুঝতে পারছেন না। এক্ষেত্রে সংখ্যাটি গুগলে টাইপ করলেই কিভাবে সংখ্যাটি বলতে হবে তা জানা যাবে।
গ্যাজেটস নাউ অবলম্বনে পিএন/এজেড/ নভেম্বর ১৬/২০১৯/১৪৪২
আরও পড়ুন –