Techno Header Top and Before feature image

স্মার্টফোনের প্রসেসর বাজারে শীর্ষে কোয়ালকম

কোয়ালকম। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : স্মার্টফোন প্রসেসরের বাজার বিশ্বব্যাপী প্রতি বছর দুই শতাংশ করে কমে যাচ্ছে। 

বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালিটিক্স বছরের দ্বিতীয় প্রান্তিকের ফলাফল প্রকাশ করেছে কিছুটা দেরিতেই। প্রতিষ্ঠানটি বলছে, এই সময়ের মধ্যে স্মার্টফোন বাজারের শীর্ষে অবস্থান করছে কোয়ালকম। 

স্মার্টফোন বাজারের শীর্ষে থাকা পাঁচ প্রসেসর ব্র্যান্ড হচ্ছে কোয়ালকম, অ্যাপল, স্যামসাং, হাইসিলিকন ও মিডিয়াটেক। 

বাজারের ৪০ শতাংশ রেভিনিউ শেয়ার নিয়ে শীর্ষ ব্র্যান্ড হয়েছে কোয়ালকম। অ্যাপল ও স্যামসাং এর রেভিনিউ শেয়ার যথাক্রমে ২০ ও ১৩ শতাংশ।

স্ট্র্যাটেজি অ্যানালিটিক্স মনে করছে, প্রত বছর এআই নির্ভর প্রসেসরের চাহিদা বাড়ছে ৪৫ শতাংশ করে। 

চলতি বছরের দ্বিতীয়ার্ধে যে পরিমাণ স্মার্টফোন প্রসেসর বাজারে ছাড়া হয়েছে তার অন্তত ৫০ শতাংশই এআই প্রযুক্তির। 

কোয়ালকম দ্বিতীয় প্রান্তিকে ৭০০ সিরিজের প্রসেসর নিয়ে এসেছে। এছাড়াও ফ্ল্যাগশিপ প্রসেসর হিসেবে ৮৫৫ এপিএস প্রসেসর বাজারে এনেছে। ফলে বাজারে কোয়ালকমের চাহিদা যেমন বেড়েছে, তেমনি আয়ও বেড়েছে। 

ইএইচ/ নভে ১৫/ ২০১৯/ ১৮১০ 

*

*

আরও পড়ুন