Header Top

ছয় মাসে বন্ধ ৩২০ কোটি ভুয়া ফেইসবুক অ্যাকাউন্ট

Facebook-techshohor
ব্রাজিলে ১৬ লাখ ডলার জরিমানা হয়েছে ফেইসবুকের। ছবি : ইন্টারনেট থেকে নেওয়া
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ছয় মাসে ফেইসবুক তাদের প্লাটফর্ম থেকে ৩২০ কোটি ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করেছে।

সেসব অ্যাকাউন্ট বন্ধের পাশাপাশি মাধ্যমটি থেকে শিশু নির্যাতন ও আত্মহত্যা সম্পর্কিত লাখ লাখ পোস্টও সরিয়েছে।

বিশ্বের সবচেয়ে বড় এই সামাজিক মাধ্যমটি তাদের যে কনটেন্ট মডারেশন রিপোর্ট প্রকাশ করেছে সেখানে পাওয়া যাচ্ছে এমন তথ্য।

গত বছর ফেইসবুক জানিয়েছিল, তারা মাধ্যমটি থেকে ১৫৫ কোটি ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করেছিল। কিন্তু প্লাটফর্মটিতে তার চেয়ে দ্বিগুনের বেশি ভুয়া অ্যাকাউন্ট ছিল বলেও জানায়। একই সঙ্গে গত বছর মাধ্যমটি ইনস্টাগ্রাম থেকেও গুজব ছড়ানোর দায়ে কিছু অ্যাকাউন্ট বন্ধ করেছিল।

তবে ফেইসবুকের ব্যবহারকারীদের বার্তা এনক্রিপ্ট করার মাধ্যমে আরও বেশি গোপনীয়তা রক্ষার সুযোগ দেওয়া নিয়ে আইন প্রয়োগকারী সংস্থারা উদ্বিগ্ন বলেও জানা গেছে।

তাদের ধারণা, এর মাধ্যমে শিশুরা আরও বেশি নির্যাতনের শিকার হবে। এমনকি এগুলো, শিশু পর্নোগ্রাফির জন্যও সহায়ক হতে পারে বলে আশঙ্কা করছেন অনেক বিশেষজ্ঞ।

তবে প্লাটফর্মটি বলছে, তারা শুধু ভুয়া অ্যাকাউন্ট, আত্মহত্যা বা ব্যবহারকারীদের ক্ষতিকর পোস্টই সরায়নি, পাশাপাশি তারা সাড়ে চার কোটির মতো ওষুধ বিক্রির পোস্টও সরিয়েছে। যার মধ্যে অনেক ওষুধ মাদক হিসেবে গ্রহণ করছিল অনেকেই।

ইএইচ/ নভে ১৪/ ২০১৯/ ২০২০

*

*

আরও পড়ুন