vivo Y16 Project

গুগল ম্যাপে আসছে স্পিকার বাটন

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ভিন দেশে গিয়ে যাতে সমস্যায় পড়তে না হয় সেজন্য গুগল ম্যাপে যুক্ত হচ্ছে স্পিকার বাটন।

বাটনটি চেপে অজানা নামের সঠিক উচ্চারণ শোনা যাবে। ফলে ভাষা না জেনেও ড্রাইভারকে সঠিকভাবে জায়গার নাম বলে নির্দিষ্ট গন্তব্যে যাওয়া যাবে।

গুগল ম্যাপে জায়গার নাম বা ঠিকানার পাশে একটি স্পিকার বাটন দেখা যাবে। বাটনটি চাপলে গুগল ম্যাপ জায়গাটির নাম পড়বে। যেমন কারো ফোন ইংরেজি ভাষা সেট করা থাকলে টোকিওর কোনো জায়গা সার্চ করলে তার নামের পাশে স্পিকার বাটনটি দেখা যাবে। তবে যুক্তরাষ্ট্রে বসে যুক্তরাষ্ট্রেরই কোনো জায়গা সার্চ করলে এই অপশন দেখা যাবে না।

Techshohor Youtube

এছাড়াও, গুগল ম্যাপ থেকে গুগল ট্রান্সলেটর অ্যাপে সরাসরি যাওয়া যাবে। গুগল ট্রান্সলেটর ভাষা অনুবাদ করে কথোপকথন চালানো যাবে।

আগামী কয়েক মাসের অ্যান্ড্রয়েড ও আইওএস সংস্করণে ফিচারটির আপডেট পৌঁছে যাবে। আপাতত ৫০ ভাষার জন্য গুগল ম্যাপে স্পিকার বাটন সাপোর্ট যুক্ত করবে গুগল। ভবিষ্যতে অন্যান্য ভাষার জন্যও ফিচার চালু করা হবে।

টেক ক্রাঞ্চ অবলম্বনে এজেড/ নভেম্বর ১৪/২০১৯/২২৩০

আরও পড়ুন –

কোথায় রাস্তার কাজ চলছে জানাবে গুগল ম্যাপ 

দুর্ঘটনার খবর জানাবে গুগলের পার্সনাল সেফটি অ্যাপ 

গুগল ম্যাপের বিকল্প হবে ম্যাপ কিট

*

*

আরও পড়ুন

vivo Y16 Project