![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : নতুন মডেলের ১৬ ইঞ্চি ম্যাকবুক প্রো আনছে অ্যাপল।
বুধবার প্রেস কনফারেন্সের মাধ্যমে ল্যাপটপটি বাজারে আনার ঘোষণা দিতে পারে অ্যাপল।
সংবাদ মাধ্যম ব্লুমবার্গের সাংবাদিক মার্ক গার্মেন জানিয়েছেন, ১৬ ইঞ্চি ম্যাকবুক প্রোতে থাকবে উন্নতমানের স্পিকার ও নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন। ল্যাপটপটির রেজুলেশন হবে ৩০৭২ বাই ১৯২০ পিক্সেল।
তিনি আরও জানান, বাটারফ্লাই মেকানিজমের কিবোর্ডের বদলে এতে ব্যবহার করা হয়েছে সিজার সুইচ মেকানিজম। ল্যাপটপটিতে থাকতে পারে ইন্টেল নবম প্রজন্মের কফি লেক প্রসেসর।
বর্তমানে বাজারে ম্যাকবুক প্রোয়ের দুটি সংস্করণ রয়েছে। এগুলোতে আছে ১৩ ও ১৫ ইঞ্চি ডিসপ্লে। ২০১২ সালে অ্যাপল ১৭ ইঞ্চির ম্যাকবুক প্রো উৎপাদন করা বন্ধ করে দেয়। তাই সবচেয়ে বড় আকারের ম্যাকবুক প্রো হতে যাচ্ছে ১৬ ইঞ্চি মডেলটি।
কনটেন্ট ক্রিয়েটর ও প্রফেশনালদের কথা ভেবে ল্যাপটপটি তৈরি করা হয়েছে। এর দাম হতে পারে ২ হাজার ৩৯৯ ডলার (২ লাখ ১৫শ’ টাকা)।
শক্তিশালী ডেক্সটপ কম্পিউটার ম্যাক প্রোর ব্যাপারেও আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে অ্যাপল।
দ্য ভার্জ ও ইন্ডিয়া টুডে অবলম্বনে এজেড/ নভেম্বর ১৩/২০১৯/১৭১৫