![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ব্যবহারকারীদেরকে ধৈর্যের পরীক্ষা দেওয়ার হাতে থেকে রেহাই দিতে নতুন ফিচার চালু করছে গুগল।
সোমবার সান ফ্রান্সিসকোতে কোম্পানির ক্রোম ডেভেলপার সামিটে এক ঘোষণায় তারা জানিয়েছে, দেরিতে লোড হওয়া ওয়েবসাইটগুলো শীঘ্রই শনাক্ত করে তাতে ব্যাজ যুক্ত করা হবে।
ফলে কোনো কোন ওয়েবসাইট লোড হতে সময় লাগে তা আগেভাগেই জেনে যাবেন ব্যবহারকারীরা। কোনো ওয়েবসাইট লোড হতে সময় নিলে গুগল নিজে থেকেই জানিয়ে দেবে, সচরাচর ওয়েবসাইটটি দেরিতে লোড হয় কিনা।
লোডিং টাইমের হিস্ট্রি দেখে গুগল শনাক্ত করবে ডিজাইনের কারণে ওয়েবসাইটটি দেরিতে লোড হচ্ছে কিনা। যেসব ওয়েবসাইট দ্রুত লোড হবে সেগুলোতে যুক্ত করা হবে স্পিড ব্যাজিং। ডিভাইসের কারণে বা ইন্টারনেটের গতি কম থাকায় পেইজ লোড হতে দেরি হচ্ছে কিনা পরবর্তীতে সেটাও জানানোর ব্যবস্থা নেবে গুগল।
গুগলের মতে, সাইটের উন্নয়নে ডেভেলপারদের সহায়তা করতে এবং ইন্টারনেটের গতি বাড়াতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
কোন ওয়েবসাইট দ্রুত আর কোন ওয়েবসাইট ধীরে লোড হয় তা ব্যবহারকারীদের জানাতে প্রোগ্রেস বারের রঙ পরিবর্তন করতে পারে গুগল। যেমন দ্রুত লোড হওয়া সাইটের জন্য দেখানো হতে পারে সবুজ প্রোগ্রেস বার।
নতুন ব্যাজিং সিস্টেমটি ক্রোমে ব্রাউজারে কবে নাগাদ আসবে তা এখনও জানা যায়নি।
ইউবারগিজমো ও এনগ্যাজেটস অবলম্বনে পিএন/ এজেড/ নভেম্বর ১৩/২০১৯/১২৪৫
আরও পড়ুন –