Techno Header Top

স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসরসহ আসবে এক্সপেরিয়া ৩

Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ফাঁস হওয়ার রেন্ডার ছবিতে দেখা মিলেছে সনি এক্সপেরিয়ার ৩ স্মার্টফোনের।

এক্সেপেরিয়া ১ এর উত্তরসূরি হবে এক্সপেরিয়া ৩। তবে ২০২০ সালের ফেব্রুয়ারির আগে ডিভাইসটি বাজারে আসবে না। ফোনটিতে থাকতে পারে ফ্ল্যাগশিপ প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৬৫। কোয়ালকম এই ফ্ল্যাগশিপ প্রসেসরটি উন্মোচন করবে ডিসেম্বরে। অন্যান্য ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ ফোন যেমন স্যামসাং গ্যালাক্সি এ১১ ও ওয়ানপ্লাস ৮ মডেলেও একই প্রসেসরের দেখা মিলবে।

ফোনটির রেন্ডার ছবি ফাঁস করেছে চীনা ওয়েবসাইট সিএনএমও। ফোনটি দুটি সংস্করণে বাজারে আসবে। এর মধ্যে একটি সংস্করণে থাকবে ফাইভজি সাপোর্ট।

সনি মোবাইলের ব্যবসা অনেকটাই গুটিয়ে এনেছে। তবু প্রতি বছরই তারা ফ্ল্যাগশিপ ফোন বাজারে আনে। সর্বশেষ বাজারে এসেছে এক্সপেরিয়া ৫।

এতে আছে ৬ দশমিক ১ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজে সংস্করণে পাওয়া যাবে এটি। চাইলে মাইক্রোএসডি কার্ডের সাহায্যে ১ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে। ফোনটির দাম ধরা হয়েছে ৮০০ ডলার।

ফোনএরিনা অবলম্বনে এজেড/ নভেম্বর ১২/ ২০১৯/১৬

আরও পড়ুন –

ডিসেম্বরে আসছে স্ন্যাপড্রাগন ৮৬৫ 

সনির ফোনে থাকবে স্ন্যাপড্রাগন ৮৬৫

*

*

আরও পড়ুন