![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সিঙ্গেলস ডে-তে ৩৮ বিলিয়ন ডলার (৩৮০০ কোটি ডলার) সমমূল্যের পণ্য বিক্রি করেছে আলিবাবা।
গত বছর তাদের আয় হয়েছিলো ৩০ বিলিয়ন ডলার (৩০০০ কোটি ডলার)। এবার মাত্র সাড়ে ১৬ ঘণ্টায় ৩০ বিলিয়ন ডলার আয় করে আলিবাবা। গত বছরের চেয়ে তাদের আয় বৃদ্ধি পায় ২৫ শতাংশ।
২৪ ঘণ্টাব্যাপী এই শপিং ইভেন্ট শুরুর প্রথম ঘণ্টাতেই আলিবাবা আয় করে ১২ বিলিয়ন ডলার (১২০০ কোটি ডলার)। এবার বিক্রি বাড়াতে আলিবাবা মালিকানাধীন অনলাইন শপিং ওয়েবসাইট তাওবাও ও টিমলে লাইভস্ট্রিমিং ভিডিওর মাধ্যমে পণ্য বিক্রি করা হয়। কিছু লাইভ স্ট্রিমিংয়ে তারকারা অংশ নেন। বর্ণনা করেন পণ্যের গুণাগুণ। যেমন যুক্তরাষ্ট্রের তারকা কিম কাদারশিয়ান লাইভ স্ট্রিমিংয়ে এসে জানান, টিমলে তার পারফিউম ব্র্যান্ড কেকেডাব্লুর পণ্য পাওয়া যাচ্ছে।
সংবাদ মাধ্যম ফোবর্স জানিয়েছে, আলিবাবার প্ল্যাটফর্ম থেকে সিঙ্গেলস ডের ইভেন্টে অংশ নিয়েছিলে ২ লাখ ব্র্যান্ড। নতুন পণ্য ছিলো ১০ লাখ। স্মার্টফোনের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে হুয়াওয়ে মেট ৩০ প্রোয়ের ফাইভজি সংস্করণ। সর্বাধিক বিক্রিত ফোনের তালিকায় আইফোন ১১ প্রো ও আইফোন ১১ প্রো ম্যাক্সও জায়গা করে নিয়েছে।
সিঙ্গেলস ডে আসলে অ্যান্টি-ভ্যালেন্টাইনস ডে। এ নিয়ে ১১তম বারের মতো সিঙ্গেলস ডে শপিং ইভেন্টের আয়োজন করলো আলিবাবা।
আরও পড়ুন
আলিবাবা সিঙ্গেলস ডে : ৯ ঘণ্টায় আয় ২৩ বিলিয়ন
গ্যাজেটস নাউ, সিএনএন ও সিএনবিসি অবলম্বনে এজেড/ নভেম্বর ১২/২০১৯/১১২৮
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি