![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিল : যারা ভিডিও স্ট্রিমিং সাইট নেটফ্লিক্স ব্যবহার করেন তারা একটি পাসওয়ার্ড অনেকের সঙ্গে ভাগাভাগি করেন।
পারিবার বা বন্ধু বান্ধবদের সঙ্গে পাসওয়ার্ড শেয়ার করলে খরচ কম পড়ে। এটা যে এক ধরণের অনৈতিক কাজ তা ভিডিও স্ট্রিমিং সাইট নেটফ্লিক্স ও এইচবিও খুব ভালোভাবেই জানে।
এতোদিন এই বিষয়ে তারা চুপ থাকলে এবার তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে পাসওয়ার্ড শেয়ারকারীদের বিরুদ্ধে তারা পদক্ষপ নেবে।
নেটফ্লিক্সের সহপ্রতিষ্ঠাতা মার্ক র্যানডলপ বলেন, এটা এক ধরণের অপব্যবহার, অনৈতিকও।
এই অপব্যবহার ঠেকাতে বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করতে পারে ভিডিও স্ট্রিমিং সার্ভিসগুলোর সংগঠন ‘এলাইন্স ফর ক্রিয়েটিভিটি অ্যান্ড এন্টারটেইনমেন্ট।
তাদের প্রস্তাবিত পরিকল্পনাগুলোর মধ্যে একটি হলো, পাসওয়ার্ড নিয়মিত বিরতিতে পরিবর্তন করা বা টেক্সট ম্যাসেজে প্রাপ্ত কোড এন্টার করা।
ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করেও এই ব্যবহারকারীদেরকে লগ ইন করতে বাধ্য করা হতে পারে।
এজেড/ইএইচ/ নভে ১০/ ২০১৯/ ১৪৩০
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি