উইন্ডোজ-১০ চলল ক্যালকুলেটরে!

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সম্প্রতি একজন ডেভেলপার একটি ক্যালকুলেটর হ্যাক করে তাতে উইন্ডোজ-১০ অপারেটিং সিস্টেম ইনস্টল করতে সক্ষম হয়েছেন।

টুইটারে প্রকাশিত পোস্টে এমন তথ্য প্রকাশ পেয়েছে। বেন নামের একজন ডেভেলপার ব্যক্তিগত আগ্রহ থেকে কাজটি করেছেন।

Techshohor Youtube

অবশ্য সাধারণ কোনো ক্যালকুলেটর ছিল না সেটি। উপরে দেয়া ছবিতে যে ক্যালকুলেটর টি দেখা যাচ্ছে, সেটি এইচপি ব্রান্ডের বিশেষ এক ধরনের ক্যালকুলেটর যা বৈজ্ঞানিক নানা গ্রাফ তৈরির কাজে ব্যবহার করা হয়ে থাকে।

ডেভেলপার ক্যালকুলেটর টির নিজস্ব অপারেটিং সিস্টেমের নিরাপত্তা ভেদ করে তাতে উইন্ডোজ-১০ এর আইওটি (ইন্টারনেট অফ থিংকস) সংস্করণ ইনস্টল করতে সমর্থ হন। 

ডেভেলপার জানিয়েছেন, উইন্ডোজ-১০ ইনস্টল দেয়ার পর প্রথমবারে তিনি তা চালু করতে ব্যর্থ হন। ডিসপ্লে ছোট হবার কারণে তাকে খানিকটা বেগ পেতে হয়েছিল। অবশ্য পরবর্তীতে তিনি সফলার সঙ্গে তা চালু করতে এবং চালাতে সমর্থ হন।

তবে কি প্রক্রিয়ায় তিনি অপারেটিং সিস্টেমটি ইনস্টল করেছিলেন তা জানা যায়নি।

এখানে উল্লেখ্য, উইন্ডোজ-১০ অপারেটিং সিস্টেমটির বর্তমানে নয় ধরনের আলাদা আলাদা সংস্করণ রয়েছে। এগুলোর মধ্যে আইওটি সংস্করণটি ইন্টারনেটকে কাজে লাগিয়ে অনেক ধরনের কাজ করতে সক্ষম এমন যন্ত্রাংশে ব্যবহার উপযোগী করে বানানোর চেষ্টা চালাচ্ছে মাইক্রোসফট।

উইন্ডোজ লেটেস্ট অবলম্বনে আরএ/ ইএইচ/ নভেম্বর/১০/১২৪৫

*

*

আরও পড়ুন