Techno Header Top

৮৩ লাখ ডলারের জন্য লড়াই

Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ইউরোপ এবং চীন থেকে আসা দুই দল তরুণ ভিডিও গেইমার রোববার ভার্চুয়াল এক যুদ্ধ অংশ নিতে যাচ্ছে। এই যুদ্ধ ভিডিও গেইমের। যেখানে পুরস্কার থাকবে মিলিয়ন ডলার। 

গ্রুপটি ব্লকবাস্টার অনলাইন গেইম ‘লিগ অফ লিজেন্ডস’ এর মাধ্যমে লড়াই করবে। প্রতিযোগিতায় থাকবে লাখ লাখ দর্শক। আর সেখানেই দেখা যাবে স্পনসরদেরও ভীড়। 

১০ বছর আগে তৈরি লস অ্যাঞ্জেলেস-ভিত্তিক রিওট গেইমসের গেইমটি প্লেয়ারদের একটি উদ্দেশ্য নিয়ে ভার্চুয়াল যুদ্ধের ময়দানে মুখোমুখি হচ্ছে। তাদের উদ্দেশ্য প্রতিপক্ষের ‘নেক্সাস’ বেসকে ধ্বংস করা।

গত বছরের চ্যাম্পিয়নশিপটি প্রায় ১০০ মিলিয়ন দর্শকদের কাছে আকর্ষণ করেছিল। এটিকে আমেরিকান বৃহত্তম টিভি ইভেন্ট সুপার বাউলের ​​মতো একই বল পার্কে রেখেছিল। স্পনসরগুলোর মধ্যে অন্যতম ফরাসি লাক্সারি ব্র্যান্ড এলভিএমএইচ-এর লুই ভিউটন, যুক্তরাষ্ট্রের পেমেন্ট জায়ান্ট মাস্টারকার্ড এবং চীনা ইলেকট্রনিক্স কোম্পানি অপো।

প্রতিযোগিতাটি রোববার শুরু হবে। ইউরোপিয় এবং চাইনিজ দলগুলোতে প্রতিযোগীদের বয়স ১৯ এবং ২৪ বছরের মধ্যে হবে।

ফোর্টনাইট বিশ্বকাপের পরে এটি তৃতীয় বৃহত্তম প্রতিযোগিতা বলে বলা হচ্ছে।

বিজয়ী দল প্রায় ৮৩ লাখ ৫ হাজার মার্কিন ডলার (৬৯ কোটি ৩ লাখ ৫ হাজার টাকা)এবং রানার্স আপ ৩ তিন লাখ মার্কিন ডলারের (২৪ কোটি ৯ লাখ টাকা) বেশি। 

ইএইচ/ নভে ০৯/ ২০১৯/ ১৯০০ 

আরও পড়ুন – 

লিগ অব লিজেন্ডস মোবাইলে আসবে আগামী বছর

ফোর্টনাইট চ্যাম্পিয়ন হলো মার্কিন কিশোর 

বিশ্বকাপের মৌসুমে স্মার্টফোনেই ক্রিকেট গেইম 

পাবজির আয় ৯২ কোটি ডলার 

ড্রোন উড়িয়ে চ্যাম্পিয়ন তারা 

কল অব ডিউটিতে বাংলাদেশের তানভীর

*

*

আরও পড়ুন