![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : গেইম খেলার স্বাস্থ্য ঝুঁকি বিবেচনা করে ১৮ বছরের কম বয়সীদের উপর গেইম খেলায় কিছু বিধি নিষেধ জারি করেছে চীন।
দেশটির সরকার জানিয়েছে, রাত ১০টা থেকে সকাল ৮টা পর্যন্ত শিশু-কিশোররা অনলাইন গেইম খেলতে পারবে না। কর্মদিবসগুলোতে সর্বোচ্চ ৯০ মিনিটের জন্য খেলতে পারবে, ছুটির দিনে তাদের জন্য বরাদ্দ তিন ঘণ্টা।
গেইম খেলার পেছনে ৮ থেকে ১৬ বছর বয়সীরা মাসে ২৯ ডলার খরচ করতে পারবে। ১৬ থেকে ১৮ বছর বয়সীরা এর দ্বিগুণ খরচ করতে পারবে।
এর আগে বিশ্বের সবচেয়ে বড় গেইমিং কোম্পানি টেনসেন্ট ১২ বছর বয়সীদের জন্য ১ ঘণ্টা ও ১২ থেকে ১৮ বছর বয়সীদের জন্য ২ ঘণ্টা সময় বেধে দিয়েছিলো। এছাড়াও, গেইমারের বয়স কতো তাও তারা যাচাই করতো। টেনসেন্ট চীনা কোম্পানি হওয়ায় এসব নিয়ম তারা মানতে বাধ্য হয়েছিল।
এবার নতুন নীতিমালা অনুযায়ী, চীনে পরিচালিত বিশ্বের সব গেইমিং প্ল্যাটফর্মকেই এ নিয়ম মানতে হবে।
চীন বিশ্বের দ্বিতীয় বৃহৎ গেইমিং মার্কেট হলেও ভিডিও গেইমের প্রতি আসক্তি দূর করতে যথেষ্ট তৎপর দেশটির সরকার। চীনের শিশু-কিশোররা শুধু নির্দিষ্ট সংখ্যক কিছু গেইমই খেলতে পারে। নতুন অনলাইন গেইমের অনুমোদন দেওয়ার সময়ও কয়েক মাস সময় নেয় চীন সরকার।
বিবিসি অবলম্বনে এজেড/ নভেম্বর ০৭/২০১৯/১১৩০
আরও পড়ুন –
ফোর্টনাইটের প্রভাবে শিশুর হাতে ছুরি
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি