Techno Header Top and Before feature image

গ্রাহক সেবার পাঁচ বছর উদযাপন স্যামসাংয়ের

Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দেশে গ্রাহক সেবা দেওয়ার পাঁচ বছর অতিক্রম করেছে স্যামসাং।

গ্রাহক সেবা দিতে স্যামসাংকে সহায়তা করে ফেয়ার গ্রুপের শাখা প্রতিষ্ঠান ফেয়ার সলিউশনস লিমিটেডের (এফএসএল)। ৩৫ সার্ভিস সেন্টার ও ৩৫০ কর্মচারী দিয়ে বাংলাদেশে স্যামসাংয়ের লক্ষ লক্ষ গ্রাহককে সেবা দিয়ে থাকে এফএসএল।

এ উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় অবস্থিত সার্ভিস সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেখানে স্যামসাং বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর স্যাংওয়ান ইউন বলেন, ফেয়ার সলিউশনসের সঙ্গে স্যামসাংয়ের পাঁচ বছরের এই যাত্রা আরও  শত বছর অব্যাহত থাকুক। এখন গ্রাহকরা আগের চেয়ে সুখী।

অনুষ্ঠানে আরও ছিলেন ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব, ফেয়ার সলিউশনসের পরিচালক খন্দকার হাফিজ আল আসাদ ও স্যামসাং বাংলাদেশের সিনিয়র ডিরেক্টর,এইচ ডি লি, উপস্থিত ছিলেন।

এজেড/ নভেম্বর ০২/২০১৯/১৭৩৫

*

*

আরও পড়ুন