Header Top

সমালোচনায় ব্যবহারকারী কমেনি ফেইসবুকের

Facebook-techshohor
ব্রাজিলে ১৬ লাখ ডলার জরিমানা হয়েছে ফেইসবুকের। ছবি : ইন্টারনেট থেকে নেওয়া

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : প্রতিনিয়ত প্রশ্নের সম্মুখীন হওয়ার পরও তরতরিয়ে বাড়ছে ফেইসবুকের ব্যবহারকারী সংখ্যা। এর ফলে ফেইসবুকের আয়ও বেড়েছে দুর্বার গতিতে।

বিতর্ক, সমালোচনা কিংবা জেরা কোনো কিছুরই প্রভাব পড়েনি ফেইসবুকের আয়ে। সর্বশেষ প্রান্তিকে ফেইসবুকের আয় হয়েছে ১৭শ’ ৬৫ কোটি ডলার। গত বছরের একই প্রান্তিকের তুলনায় আয় বেড়েছে ২৯ শতাংশ।

তৃতীয় প্রান্তিকে ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে ১ দশমিক ৬ শতাংশ। বছরের দ্বিতীয় প্রান্তিকে ফেইসবুকের ব্যবহারকারী সংখ্যা ছিলো ২৪১ কোটি। তৃতীয় প্রান্তিকে আয় বেড়ে দাঁড়িয়েছে ২৪৫ কোটি।

বাজার বিশ্লেষক কোম্পানি রেফিনিটিভ পূর্বাভাস দিয়েছিল, ফেইসবুকের প্রতি শেয়ারে দাম বাড়বে ১ দশমিক ৯১ ডলার। কিন্তু বাস্তবে বেড়েছে ২দশমিক ১২ ডলার।

শুধু শেয়ারের দাম নয়, দৈনিক ব্যবহারকারীর সংখ্যাও বেড়েছে ২ শতাংশ। গত প্রান্তিকে দৈনিক ব্যবহারকারীর সংখ্যা ছিলো ১৫৮ কোটি। তৃতীয় প্রান্তিকে দৈনিক ব্যবহারকারীর সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ১৬২ কোটি।

ফেইসবুক জানিয়েছে, তাদের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেইসবুক ও ম্যাসেঞ্জার দৈনিক ব্যবহার করেন ২২০ কোটি মানুষ। প্রতি মাসে এই চার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের অন্তত একটি ব্যবহার করেন ২৮০ কোটি মানুষ।

টেকক্রাঞ্চ অবলম্বনে এজেড/ অক্টোবর ৩১/২০১৯/১৩৩৩

*

*

আরও পড়ুন