Techno Header Top and Before feature image

ফোন ব্যবসায় লাভ করেও আয় কমেছে স্যামসাংয়ের

Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : তৃতীয় প্রান্তিকের ফলাফল প্রকাশ করেছে স্যামসাং।

এই প্রান্তিকে তারা আয় করে ৫৩ বিলিয়ন ডলার। এর মধ্যে অপারেটিং প্রফিট ৬ দশমিক ৭১ বিলিয়ন ডলার। আগের বছরের একই সময়ের চেয়ে তাদের আয় কমেছে ৫ শতাংশ। অপারেটিং প্রফিট কমেছে ৫৬ শতাংশ।

এই নিয়ে টানা চতুর্থ বারের মতো বিগত প্রান্তিকের চেয়ে আয় কমলো স্যামসাংয়ের।

ফোন বিক্রি কমে যাওয়ায় এই ধস নামেনি। মেমোরি চিপের চাহিদা ও দাম কমায় তাদের আয় কমেছে। এক সময় তাদের আয়ের সিংহ ভাগ আসতো এই খাত থেকে।

স্যামসাংয়ের আশা, আগামী বছর থেকে প্রতি প্রান্তিকেই মেমোরি চিপের চাহিদা বৃদ্ধি পেতে থাকবে।

মেমোরি চিপ ব্যবসায় আপাতত সুবিধা করতে না পারলেও অন্যান্য খাতে তাদের ভালো পরিমাণ আয় হয়েছে। স্যামসাং জানিয়েছে, গ্যালাক্সি নোট ১০ ও এ সিরিজের ফোন তাদেরকে লাভের মুখ দেখিয়েছে। কোন ফোনের কতো ইউনিট বিক্রি হয়েছে সে বিষয়ে আলাদা করে কোনো পরিসংখ্যান প্রকাশ করেনি স্যামসাং। তবে তারা জানিয়েছে, গত বছর বাজারে আনা নোট ৯ এর চেয়ে নোট ১০ বেশি বিক্রি হচ্ছে।

এছাড়া, তাদের ডিসপ্লে ব্যবসাও লাভে চলছে। ছোট ও মাঝারি আকারের ওএলইডি ডিসপ্লে প্যানেলের বিক্রি বেড়েছে। তবে টিভি ব্যবসায় গত বছরের একই প্রান্তিকের চেয়ে তাদের আয় কমেছে।

দ্য ভার্জ ও সিএনবিসি অবলম্বনে এজেড/ অক্টোবর ৩১/২০১৯/১২

আরও পড়ুন –

দেশে স্মার্টফোন আমদানি বন্ধ করবে স্যামসাং 

অডির জন্য চিপ বানাচ্ছে স্যামসাং 

স্যামসাং তৈরি করছে ফাইভজি চিপ

*

*

আরও পড়ুন