নয়েজ ক্যান্সেলিং এয়ারপডস প্রো আনলো অ্যাপল

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : কোনো ইভেন্ট আয়োজন না করে সরাসরি প্রেস কনফারেন্সের মাধ্যমে এয়ারপডস প্রো আনার ঘোষণা দিয়েছে অ্যাপল। 

এয়ারপডস প্রোতে রয়েছে দুটি করে মাইক্রোফোন। এই মাইক্রোফোন দুটি বাইরের সব শব্দ শনাক্ত করে সেগুলো ক্যানসেল করে দেবে।

এয়ারপডস প্রো অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলিংয়ের পাশাপাশি ট্রান্সপারেন্সি মোড নামের আরও একটি ফিচার আছে। কেউ যদি ট্রান্সপারেন্সি মোড অন করে প্লেনে বসে গান শোনে তবে সে গুরুত্বপূর্ণ ঘোষণাগুলো শুনতে পাবে। 

Techshohor Youtube

টানা সাড়ে চার ঘণ্টা এতে গান শোনা যাবে। ওয়্যারলেস চার্জিং কেইসে ব্যাকআপ মিলবে ২৪ ঘণ্টার বেশি। এতে হাতের স্পর্শ ছাড়াই সিরিকে ভয়েস কমান্ড দেওয়া যাবে। ঘাম ও পানি নিরোধী হওয়ায় এটি জিমেও ব্যবহার করা যাবে।

প্রিমিয়াম ক্যাটেগরির এয়ারপডসটির দাম ধরা হয়েছে ২৪৯ ডলার (২০ হাজার ৯১৬ টাকা)। ইতোমধ্যে ডিভাইসটির প্রি-অর্ডার শুরু করেছে অ্যাপল। এয়ারপডস প্রো শুধু সাদা রঙেই পাওয়া যাবে। বাজারে বিক্রি শুরু হবে বুধবার থেকে।

দ্য ভার্জ অবলম্বনে এজেড/ অক্টোবর ২৯/২০১৯/১৩৫৮

*

*

আরও পড়ুন