![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আর মাত্র দুই দিন বাদেই চালু হবে অ্যাপলের স্ট্রিমিং সেবা অ্যাপল টিভি প্লাস।
গ্রাহক টানতে প্রচারণার জন্য অ্যাপল বেছে নিয়েছে মার্কিন টিভি সিরিজ ফ্রেন্ডসের জনপ্রিয় তারকা জেনিফার অ্যানিস্টোনকে। সম্প্রতি তিনি অ্যালেন ডিজেনারস সঞ্চালিত ‘দ্য অ্যালেন শো’তে অতিথি হিসেবে গিয়েছিলেন। তিনি অ্যাপল টিভি প্লাসের অরিজিনাল অনুষ্ঠান ‘দ্য মর্নিং শো’তে অভিনয় করেছেন।
দ্য অ্যালেন শোতে তিনি ঘোষণা দেন, দর্শক সারিতে থাকা প্রত্যেক ব্যক্তি পাচ্ছেন আইফোন ১১, যাতে তারা বিনামূল্য এক বছরের জন্য অ্যাপল টিভি প্লাসের কনটেন্ট দেখতে পারেন।
চলতি মাসের শুরুতে দ্য মর্নিং শোয়ের আরেক তারকা রিস উইদারস্পুন ‘দ্য অ্যালেন শো’তে এসেছিলেন। তখন তিনি অনুষ্ঠানটির দর্শকদের অ্যাপল টিভি প্লাসে এক বছরের ফ্রি সাবস্ক্রিপশন সুবিধা দেওয়ার ঘোষণা দেন।
প্রতি মাসে অ্যাপল টিভি প্লাস দেখতে চাইলে ৪ দশমিক ৯৯ ডলার করে ফি দিতে হবে। প্ল্যাটফর্মটিতে প্রথম সাত দিন ফ্রি ট্রায়ালের সুবিধা নেওয়া যাবে।
প্রথমে শুধু পাঁচটি অরিজিনাল কনটেন্ট নিয়ে হাজির হবে অ্যাপল টিভি প্লাস।প্ল্যাটফর্মটিতে দ্য মর্নিং শো, সি, ট্রুথ বি বোল্ড, আমেজিং স্টোরিজ, হোম নামের কয়েকটি ড্রামা সিরিজ ও ডকুমেন্টরি দেখা যাবে।
অ্যাপল টিভি অ্যাপের মাধ্যমে প্ল্যাটফর্মটির ভিডিও কনটেন্টগুলো আইফোন, আইপ্যাড, অ্যাপল টিভি ও ম্যাক ডিভাইসে দেখা যাবে।
ফোন এরিনা অবলম্বনে এজেড/ অক্টোবর ২৯/২০১৯/১১৩৩
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি