Header Top

অদ্ভূত যখন স্মার্টফোন কেইস

Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : কিছুটা অদ্ভূত আকৃতির স্মার্টফোন কেইসের পেটেন্ট নিচ্ছে দক্ষিণ কোরিয় প্রতিষ্ঠান স্যামসাং। 

অনেকটা হাস্যকর শুনালেও স্যামসাং নতুন ধরনের ওই ফোন কেইসের পেটেন্ট নিতে আবেদন করেছে পেটেন্ট অফিসে।

বিভিন্ন প্রতিষ্ঠান যখন নানা ধরনের উদ্ভাবনী প্রযুক্তির পেটেন্ট চেয়ে আবেদন করছে তখন স্যামসাংয়ের এমন পেটেন্ট চাওয়া অনেকেই হাস্যকর হিসেবেই দেখছেন। 

তবে গত এপ্রিলে বিভিন্ন স্মার্টফোন অ্যাক্সেসরিজের পাশাপাশি স্যামসাং মানুষের কানের মতো দেখতে ফোন কেইসের নকশা নিয়ে পেটেন্টের জন্য আবেদন করেছে।  

সেই কেইসেই উদ্ভাবনী কিছু ডিজাইন রয়েছে বলে জানায় পেটেন্ট অফিস। অবশ্য তারপর পেটেন্ট অফিস থেকে কিছু ছবিও দেখা গেছে। সেসব ছবির সূত্র ধরেই বিষয়টি চাউর হয়েছে। 

তবে সেই নতুন ডিজাইন করা স্মার্টফোনের কেইস সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানা সম্ভব হয়নি। 

কিন্তু ধারণা করা হচ্ছে, ফোন কেইসের দুই পাশে যে কানের মতো ডিজাইন তাতে এর সাউন্ড কিছুটা হলেও ভিন্নভাবে প্রদান করবে। কবে নাগাদ স্যামসাং ফোন কেইসটি বাজারে ছাড়তে পারে সে সম্পর্কেও কিছু জানা যায়নি। 

ইএইচ/ অক্টো ২৮/ ২০১৯/ ২০৪৪

*

*

আরও পড়ুন