![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : জেনফোন ৪ ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েড পাই আপডেট পাবেন না বলে ঘোষণা দিয়েছে আসুস।
প্রথমে ঘোষণা দেওয়া হয়েছিলো অচিরেই ফোনটির ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েড পাই আপডেট পাবেন। আপডেটটি নিয়ে তারা পরীক্ষা নিরীক্ষাও চালিয়েছে।
তবে এখন জেন টক ফোরামে এক ঘোষণায় তারা জানিয়েছে, পারফর্মেন্স ও স্ট্যাবিলিটি ঠিক রাখতে জেনফোন৪ এর জন্য অ্যান্ড্রয়েড পাইয়ে আপগ্রেড করার পরিকল্পনা নেই আসুসের। ফোনটিতে অ্যান্ড্রয়েড ওরিওর সব আপডেট পাওয়া যাবে।
জেনফোন ৪ ব্যবহারকারীরা চাইলে অ্যান্ড্রয়েড পাইয়ের বেটা আপডেটও ইন্সটল করতে পারেন। তবে এতে রুটিন আপডেটের সাপোর্ট পাওয়া যাবে না।
আসুস জেনফোন৪ বাজারে এসেছিলো ২০১৭ সালে। তখন এতে অপারেটিং সিস্টেম হিসেবে ছিলো অ্যান্ড্রয়েড নোগ্যাট। এরপর অল্প সময় পরেই অ্যান্ডয়েড ওরিও আপডেট পায় ফোনটি।
গিজচায়না অবলম্বনে এজেড/ অক্টোরব ২৭/২০১৯/১৬১৪
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি