Header Top

আইফোনে হোমবাটন নেই : টুইটে টিম কুককে ট্রাম্প

donald-trump-twitter-techshohor
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : টুইট করে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আলোচনায় এসেছেন।

আইফোনে হোম বাটন না থাকায় টিম কুকের নাম উল্লেখ করে তিনি একটি টুইট করেছেন। তিনি লেখেন, টিমের উদ্দেশে, আইফোনে যে বাটনটা ছিলো সেটা সোয়াইপের চেয়ে অনেক ভালো ছিলো।

২০১৭ সাল থেকেই আইফোনের নতুন মডেলগুলো হোম বাটন যুক্ত করা বন্ধ রাখে অ্যাপল। কেনো এতদিন পর ট্রাম্প কেন বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে, সম্প্রতি নিজের ফোন আপগ্রেড করে হোম বাটন না থাকার বিষয়টি টের পেয়েছেন তিনি।

আইফোনে ফিজিকাল বাটন ছিলো ২০০৭ সাল থেকেই। এক দশক পর ২০১৭ সালে আইফোন ১০ এ আর হোম বাটন রাখেনি অ্যাপল। স্ক্রিনে ট‍্যাপ করে আইফোন ১০ চালু করা যায় আর হোম স্ক্রিনে যেতে স্ক্রিনের উপরের দিকে সোয়াইপ করতে হবে। এই বিষয়টিই পছন্দ হয়নি ট্রাম্পের।

এবারই প্রথম নয় ২০১৩ ও ২০১৪ সালে বড় স্ক্রিনের আইফোন না আনায় বেশ কয়েক বারই টুইট করে অ্যাপলের উপর রাগ ঝাড়েন তিনি।

বিজনেস ইনসাইডার অবলম্বনে এজেড/ অক্টোবর ২৬/২০১৯/২১৫৫

*

*

আরও পড়ুন