Techno Header Top and Before feature image

১০ বছর আগেই সিক্সজির লোগো তৈরি ভিভোর

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : এখন পর্যন্ত বিশ্বের বেশিভাগ দেশেই ফাইভজি নেটওয়ার্ক চালু হয়নি। চীন দক্ষিণ কোরিয়া, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের পাশপাশি অন্যান্য উন্নত দেশগুলোর সর্বত্র ফাইভজি চালু হবে আগামী বছর।

পুরোদমে ফাইভজি চালু হতে ২০২৫ সাল পর্যন্তও সময় লাগতে পারে।

এই যখন ফাইভজির অবস্থা তখন চীনা স্মার্টফোন নির্মাতা কোম্পানি ভিভো সিক্সজির জন্য একটি পেটেন্ট দাখিল করেছে।

তারা যে সবার আগে তাদের ফোনে সিক্সজি চালু করছে বিষয়টি এমন নয়। তারা কেবল সিক্সজির লোগোর ডিজাইনটি পেটেন্ট করতে চাচ্ছে। এ কারণে ইউরোপিয়ান ইউনিয়ন ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অফিসে তারা পেটেন্ট দাখিল করেছে। তাদের সিক্সজির লোগোতে রয়েছে চারটি ফলা। এর মাধ্যমে সিক্সজির গতি বোঝানো হয়েছে।

এখনই তারা পেটেন্টের আবেদন করলেও আগামী ২০৩০ সালের আগে সিক্সজি নেটওয়ার্ক প্রস্তুত হবে না। তবে সিক্সজি নিয়ে ইতোমধ্যে গবেষণা শুরু হয়েছে। আর এই কাজে এগিয়ে আছে চীনা কোম্পানি ভিভো ও হুয়াওয়ে।

গিজচায়না অবলম্বনে পিএন/ এজেড/অক্টোবর ২৬ /২০১৯/১২৪৫

*

*

আরও পড়ুন