কোয়ান্টাম কম্পিউটারে গুগলের চমক

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : কোয়ান্টাম কম্পিউটিং গবেষণায় বিশাল এক সাফল্য পেয়েছেন গুগলের গবেষকরা।

ব্রিটিশ সায়েন্টিফিক জার্নাল নেচারে প্রকাশিত এক গবেষণা প্রবন্ধে গুগলের এআই কোয়ান্টামের গবেষকরা জানান, এক পরীক্ষায় কোয়ান্টাম কম্পিউটার প্রসেসর জটিল একটি গাণিতিক সমস্যার সমাধান বের করেছে ২০০ সেকেন্ডে। বর্তমানে সময়ের সবচেয়ে দ্রুত গতির সুপারকম্পিউটারের সমাধানটি বের করে সময় লাগতো ১০ হাজার বছর।

গবেষকরা এই অর্জনকে বলছেন কোয়ান্টাম সুপ্রিমেসি। এর দ্বারা এমন একটি পর্যায়কে বুঝানো হয়েছে যেখানে কোয়ান্টাম কম্পিউটার সমস্যার সমাধান দিতে পারলেও একই সমস্যা সমাধানে প্রচলিত কম্পিউটারের আয়ু শেষ হয়ে যাবে। অর্থাৎ প্রচলিত কম্পিউটারের ক্ষমতাকে ছাড়িয়ে যাওয়াকেই বলা হচ্ছে কোয়ান্টাম সুপ্রিমেসি।

Techshohor Youtube

গুগলের এআই কোয়ান্টামের গবেষণা দলে ছিলেন চার্লস নিল, পেডরাম রওশান, অ্যান্টনি ম্যাগগ্রেন্ট ও জন মার্টিনিস (দলনেতা)।

কম্পিউটারকে আরও কয়েক গুণ গতিশীল করতেই গত এক দশক ধরে গবেষকরা কোয়ান্টাম কম্পিউটার নিয়ে কাজ করছেন।

ভবিষ্যতে কোয়ান্টাম কম্পিউটার সিস্টেমের ওপর ভিত্তি করে আরও উন্নত হবে প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, অগমেন্টেড রিয়েলিটি ও ইন্টারনেট অব থিংস।

কোয়ান্টাম কম্পিউটার ব্যবহার শুরু হতে আরও এক যুগ সময় লাগতে পারে বলে বলছেন গবেষকরা।  তবে গবেষণা থেমে নেই।

এই গবেষণা কাজে অংশ নিচ্ছেন ইন্টারনেটে সার্চ ইঞ্জিন গুগল, ডেনমার্কের আরহুস বিশ্ববিদ্যালয়, জাপানের রিকেন রিসার্চ ইন্সটিটিউট, জার্মানির জিগেন বিশ্ববিদ্যালয় ও ব্রিটেনের বিজ্ঞানীরা।

আরও পড়ুন

কোয়ান্টাম কম্পিউটারের জন্য মাইক্রোসফট কিউ শার্প

ভয়েস অব আমেরিকা অবলম্বনে এজেড/ অক্টোবর ২৪/২০১৯/১২

*

*

আরও পড়ুন