Techno Header Top and Before feature image

১৫ নভেম্বর গুগল অ্যাপ ছাড়াই আসছে মেট এক্স

Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অবশেষে বাজারে মেট এক্স আনার দিন তারিখ জানালো হুয়াওয়ে। আগামী ১৫ নভেম্বর বিক্রি শুরু হবে হুয়াওয়ের বহুল প্রতিক্ষীত ফোল্ডেবল ফোন মেট এক্সের।

ফাইভজি ফোনটিতে থাকবে হুয়াওয়ের নিজস্ব কিরিন ৯৮০ প্রসেসর ও বেরোং ৫০০০ মডেম। এতে থাকবে ডুয়েল সেল ৪৫০০ এমএএইচ ব্যাটারি। ৫৫ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকায় আধা ঘণ্টাতেই ব্যাটারিটির ৮৫ শতাংশ চার্জ হবে।

ফোল্ড অবস্থায় এটি ৬ দশমিক ৬ ইঞ্চি ফোনে পরিণত হবে। ফোল্ড খোলা অবস্থায় এটি হবে ৮ ইঞ্চির ফোন।

প্রথম প্রজন্মের ফোল্ডেবল ফোন হওয়ায় মেট এক্সের দাম অন্যান্য ফ্ল্যাগশিপ ফোনের দ্বিগুণেরও বেশি। ফোনটির ৮ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজ সংস্করণ কিনতে চাইলে খরচ করতে হবে ২৪শ’ ডলার ( দুই লাখ এক হাজার ছয়শ’ টাকা)।

এতে গুগল অ্যাপস ও প্লে স্টোর থাকবে না। তাই চীনের বাইরে ফোনটির বিক্রি নিয়ে এখনো কিছু জানায়নি হুয়াওয়ে।

গত ফেব্রুয়ারিতে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে মেট এক্স উন্মোচন করা হয়। এরপর এপ্রিলে জানানো হয়, জুনে বাজারে আসবে ফোনটি। কিন্তু তার আগেই স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনে সমস্যা দেখা দেয়। ফোনটি বাজারে আসার মাত্র কয়েকদিন আগে রিভিউয়াররা জানান, ফোনটির স্ক্রিন বেশ ভঙ্গুর। এরপরই সতর্ক হয়ে মেট এক্স বাজারে আনার তারিখও দফায় দফায় পেছায় হুয়াওয়ে।

দ্য ভার্জ অবলম্বনে এজেড/ অক্টোবর ২৪/২০১৯/১১

*

*

আরও পড়ুন