![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : গুগল ম্যাপে নতুন কয়েক ধরণের ফিচার আনছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল।
ফিচারগুলোর মাধ্যমে দুর্ঘটনা, স্পিড ট্র্যাপ (অনেক দেশেই গতি সীমা পরীক্ষার জন্য জায়গায় জায়গায় ক্যামেরা থাকে) ও স্পিড লিমিটের ব্যাপারে তথ্য পাবেন গুগল ম্যাপ ব্যবহারকারীরা।
অ্যান্ড্রয়েডে ফিচারগুলো আগেই যুক্ত করেছিলো গুগল। এবার ফিচারগুলো আইওএসেও ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন গুগল ম্যাপের প্রোডাক্ট ম্যানেজার সান্ড্রা সেং।
এছাড়াও, রাস্তার পরিস্থিতি জানাতে চার ধরণের বিষয়ে রিপোর্ট করতে পারবেন গুগল ম্যাপ ব্যবহারকারীরা। যেমন লেন বন্ধ থাকলে, নির্মাণ কাজ চললে, কোনো গাড়ি অকেজো হলো ও রাস্তায় গাছ বা গাড়ি উল্টে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে তা গুগল ম্যাপে জানাতে পারবেন ব্যবহারকারীরা।
রিপোর্ট করতে চাইলে গুগল ম্যাপের প্লাস সাইনে ট্যাপ করতে হবে। এরপর ঘটনার ধরণ অনুযায়ী একটি অপশন সিলেক্ট করে রিপোর্ট করতে হবে।
চলতি সপ্তাহ থেকেই ফিচারগুলো অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের কাছে পৌঁছাতে শুরু করবে।
সিএনএন অবলম্বনে পিএন/এজেড/অক্টোবর ৩২/২০১৯/১৭
আরও পড়ুন –
ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহার
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি