নকিয়া ৯.১ পিওরভিউ আসবে আগামী বছর

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : চলতি বছরের প্রথমে আনা হয় নকিয়া ৯ পিওরভিউ। এবার পিওরভিউ ক্যামেরা ফোনটির নতুন সংস্করণ আনতে যাচ্ছে নির্মাতা কোম্পানি এইচএমডি গ্লোবাল।

নতুন পিওরভিউ ফোনটির নাম হবে নকিয়া ৯.১ পিওরভিউ। ফোনটি এ বছরই বাজারে আসার কথা ছিলো। তবে নকিয়া এনিউ নামের একটি টুইটার পেইজ থেকে জানানো হয়েছে, ফোনটি আসবে ২০২০ সালের মাঝামাঝি সময়।

ফোনটি দিয়ে কম আলোতে ছবি তোলা যাবে। ভিডিওর মানও উন্নত হবে। ফোনটিতে পাঞ্চ হোল ডিসপ্লে থাকতে পারে। অপারেটিং সিস্টেম হিসেবে থাকতে পারে অ্যান্ড্রয়েড ১০। এতে ফাইভজি নেটওয়ার্ক ব্যবহার করার সুবিধা থাকবে বলেও ধারণা করা হচ্ছে।

Techshohor Youtube

গত ফেব্রুয়ারিতে বাজারে আসা নকিয়া ৯ পিওরভিউ ফোনে আছে ৬টি ক্যামেরা। সেলফির জন্য আছে ২০ মেগাপিক্সেলের ক্যামেরা। পেছনে আছে এফ/১.২ অ্যাপারচারসহ ১২ মেগাপিক্সেলের ৫টি ক্যামেরা। এর মধ্যে দুটি ক্যামেরা দিয়ে রঙিন ছবি তোলা যায়। বাকি তিনটি ক্যামেরা দিয়ে তোলা যায় সাদাকালো ছবি।

এতে ফ্ল্যাগশিপ প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৪৫ থাকলেও বাদ পড়েছিল হেডফোন জ্যাক। দেশের বাজারে ফোনটির দাম প্রায় ৬০ হাজার টাকা।

অ্যান্ড্রয়েড অথোরিটি অবলম্বনে এজেড/ অক্টোবর ২৩/২০১৯/১২৩০

আরও পড়ুন –

নতুন ক্যামেরা প্রযুক্তিসহ এলো নকিয়া ৯ পিওরভিউ 

পিওরভিউ ফিরিয়ে আনছে নকিয়া

*

*

আরও পড়ুন