Techno Header Top and Before feature image

বেবি মনিটরে ভুত

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : প্রতিদিনের মতোই ছেলেকে অন্য ঘরের বেবি কটে ঘুম পাড়িয়ে দিয়ে নিজের ঘরে ছিলেন মা।

হঠাৎ বেবি মনিটরের দিকে তাকাতেই দেখলেন তার ছেলের পাশে আরও একটি বাচ্চা। দেখে তার মনে হলো কয়েক মাস বয়সী বাচ্চাটা তার দিকে তাকিয়ে হাসছে। ব্যস, ভয়ে তার আত্মারাম খাঁচা ছাড়া।

প্রথমে ভাবলেন চোখের ভুল। পরে আবারও একই দৃশ্য দেখলেন। তার স্বামী রাতের ডিউটিতে বাইরে ছিলো। তাই তাকেসহ মা ও বোনের কাছে বেবি মনিটরে দেখা ছবিটা পাঠালেন। মায়েদের ফেইসবুক গ্রুপেও পোস্ট করলেন ছবিটি।

ছেলের রুমে গিয়ে মোবাইলের ফ্ল্যাশ জালিয়ে ছেলের কাছে গিয়ে কিছু দেখতে পেলেন না। ছেলেকে ঘুম থেকে না জাগিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলেন তিনি।

রহস্য উদঘাটন করতে না পেরে সকালে আবার যাচাই করে দেখার সিদ্ধান্ত নিলেন। তাই সকাল পর্যন্ত অপেক্ষা করলেন। দিনের আলোতে ছেলের কাছে গিয়ে বুঝলেন তিনি আসলে ম্যাট্রেসের ট্যাগে থাকা ছবি দেখে ভয় পেয়েছেন। তার স্বামী ম্যাট্রেস থেকে ট্যাগটি সরাতে ভুলে গিয়েছিলেন। রাতের বেলা মনিটরে এই ট্যাগটি দেখেই ভয় পেয়েছিলেন ৩২ বছর বয়সী মা ম্যারিজা সিবুলস।

পুরো ঘটনা তিনি ফেইসবুকে জানালে অনেকেই বেশ মজা পান। এখন পর্যন্ত তার পোস্টটিতে লাইক পড়েছে ৫ লাখ ১৩ হাজার, শেয়ার হয়েছে ৩ লাখ ৮ হাজার বার।

ম্যাশেবল অবলম্বনে এজেড/ অক্টোবর ২৩/২০১৯/১১৪২

*

*

আরও পড়ুন