![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : যুক্তরাষ্ট্রের কুরিয়ার কোম্পানি ইউনাইটেড পার্সেল সার্ভিস (ইউপিএস) ড্রোনের মাধ্যমে ওষুধ পৌঁছে দেবে।
এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রে অন্যতম নামি হোলথ কেয়ার কোম্পানি সিভিএসের শাখা প্রতিষ্ঠান সিভিএস ফার্মেসির সঙ্গে তারা চুক্তি করেছে।
সিভিএস এক বিবৃতিতে জানিয়েছে, দ্রুত ঔষুধ ডেলিভারি পেলে গ্রামাঞ্চলের মানুষরা উপকৃত হবেন।
ইউপিএসের ড্রোনগুলো পাঁচ পাউন্ড পর্যন্ত বহন করতে পারবে। নির্দিষ্ট রুটে উড়ে বাসা বাড়ির সামনে ঔষুধের প্যাকেট রেখে দেবে। ড্রোনের মাধ্যমে ৫ থেকে ১০ মিনিটের মধ্যেই ডেলিভারি দেওয়া সম্ভব হবে। ড্রোনের এই গতি জীবন ও মৃত্যুর পার্থক্য গড়ে দেবে বলে জানিয়েছেন ইউপিএসের অ্যাডভান্সড টেকনোলজি গ্রুপের প্রধান বালা গনেশ।
ইউপিএস জানিয়েছে, ইতোমধ্যে সরকারি প্রকল্পের আওতায় সীমিতভাবে নর্থ ক্যালিফোর্নিয়ার হাসপাতালগুলোতে ১১শ’ চিকিৎসা সামগ্রী হাসপাতালে পৌঁছে দেওয়া হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইউটাহ হসপিটালেও এ সেবা চালু করা হবে।
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি