Techno Header Top and Before feature image

কথা বলা যাবে ব্যানানা ফোনে

Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বছরের শেষ সময়ে অদ্ভুত ডিজাইনের ফোন এনে সবাইকে চমকে দিয়েছে ব্যানানা ফোন নামের একটি স্টার্টআপ।

ডিভাইসটির নামের সঙ্গে ফোন শব্দটি থাকলেও এটি আদতে কোনো ফোন নয়। এটি আসলে ব্লুটুথ সম্বলিত ওয়্যারলেস মোবাইল হেন্ডসেট, যার ব্লুটুথ রেঞ্জ ৩০ ফিট। ফোনের সঙ্গে কানেক্ট করে এতে কল রিসিভ করা যায়। চাইলে গানও শোনা যাবে। শুধু এটি দেখতে ব্যানানার মতো।

আইওএস ও অ্যান্ড্রয়েড দুটি প্ল্যাটফর্মেই ডিভাইসটি কানেক্ট করা যাবে। তাই এতে সিরি ও গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট দুটাই চলবে। এটি চার্জ করতে মাইক্রো ইউএসবি ক্যাবল প্রয়োজন হবে। একবার সম্পূর্ণ চার্জ করলে ২০ ঘণ্টা কথা বলা যাবে।

এতে এক বছরের ওয়ারেন্টি রয়েছে। এর দাম ধরা হয়েছে ৪০ ডলার (৩ হাজার ৩৬০ টাকা)।

দ্য ভার্জ অবলম্বনে এজেড/ অক্টোবর ২০/২০১৯/১১১৮

*

*

আরও পড়ুন