![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ইন্টারনেটে নিরাপত্তার জন্য কত মানুষ কত কাণ্ড করে। তবে অবাক কাণ্ড হয়তো ইলোন মাস্কের মতো মানুষ ছাড়া খুব কমই করেন।
ইন্টারনেটে নিরাপদ থাকতে টেসলা প্রতিষ্ঠাতা ও স্পেসএক্সের প্রধান ইলোন মাস্ক নিয়িমিত নিজের ফোন ধ্বংস করেন বলে এক নথিতে জানা গেছে।
তিনি নিয়িমিত নিজের ফোন পরিবর্তন করেন। আর আগের ফোন ধ্বংস করেন বলে এক আইনি চিঠিতে বলা হয়েছে।
১ অক্টোবর প্রকাশ পাওয়া ওই আইনি ফাইলটিতে স্পেসএক্সের কর্মচারীদের স্বাক্ষর করা ছিল।
ওই বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তার জন্য মাস্ক নিয়িমিত তার সেলুলার ডিভাইস পরিবর্তন করেন। পুরাতন ডিভাইস তিনি ফেলে দেন তবে তার আগে সেটির স্টোরেজ ধ্বংস করেন।
মাস্কের এক আইনজীবী অ্যালেক্স স্পাইরো সংবাদমাধ্যমকে বলেছেন, তিনি কিছুদিন পর পর ফোন বদল করেন, যা অন্য অনেক মানুষ করে। এছাড়াও তার ফোনে অনেক সংবেদনশীল তথ্য থাকে। সে কারণে তিনি এমন পন্থা বেছে নিয়েছেন বলে জানান।
ইএইচ/ অক্টো ১৯/ ২০১৯/ ১৮৪৫
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি