![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : মাঠের মতোই ইনস্টাগ্রামেও ক্রিস্টিয়ানো রোনালদোর প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি।
ফুটবল মাঠে কে সেরা সেরা তা নিয়ে রোনালদো ও মেসি ভক্তরা কখনোই একমত হতে পারেন না। তবে ইনস্টাগ্রামে কে বেশি জনপ্রিয় তা নিয়ে কোনো দ্বিমত নেই। জনপ্রিয়তার কারণেই ইনস্টাগ্রামের শীর্ষ আয়কারী ব্যক্তি রোনালদো। তালিকার দ্বিতীয় স্থানেই আছে মেসির নাম। তবে দুজনের আয় তফাৎটা দ্বিগুণেরও বেশি।
ইনস্টাগ্রামে গত এক বছরে ৩৪টি পণ্যের প্রচারণা চালিয়েছেন রোনালদো। পোস্ট প্রতি তিনি আয় করেছেন ১ দশমিক ৪ মিলিয়ন ডলার (১৪ লাখ ডলার)। সব মিলিয়ে গত বছর তার আয় হয়েছে ৪৭ দশমিক ৮ মিলিয়ন ডলার (৪ কোটি ৭৮ লাখ ডলার)।
তালিকার তিন নম্বরে আছেন কাইলি জেনারের বোন কেন্ডাল জেনার। তার আয় ১৫ দশমিক ৯ মিলিয়ন (১ কোটি ৫৯ লাখ ডলার)। আয়ের দিক দিয়ে চতুর্থ হয়েছেন সাবেক ফুটবলার ডেভিড বেকহাম। এক বছরে তিনি আয় করেছেন ১০ দশমিক ৭ মিলিয়ন ডলার (১ কোটি ৭ লাখ)। বেকহামের পরের স্থানে থাকা সেলিনা গোমেজের আয় ৮ মিলিয়ন ডলার (৮০ লাখ ডলার)। ষষ্ঠ স্থানে থাকা নেইমার জুনিয়রের আয় ৭ দশমিক ২ মিলিয়ন ডলার (৭২ লাখ ডলার)।
হাইস্নোবিটি অবলম্বনে এজেড/ অক্টোবর ১৯/২০১৯/১৫১৫
আরও পড়ুন –
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি