Header Top

এমআইইউআই ১২ আনছে শাওমি

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : কিছুদিন আগেই অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম ঘোষণা দিয়েছে গুগল। এরপর নিজেদের কাস্টম হিসিবে এমআইইউআই ১১ উন্মোচন করেছে শাওমি।

ইতোমধ্যে কাস্টমাইজ সংস্করণটি পেতে শুরু করেছে শাওমির বেশ কিছু ফোন।

চীনা প্রতিষ্ঠানটি গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, তারা তাদের এমআইইউআই ১২ কাস্টমাইজ অপারেটিং সিস্টেম আনবে সামনের বছরেই।

প্রতিষ্ঠানটির প্রোডাক্ট জেনারেল ম্যানেজার ও পাবলিক রিলেশন অফিসার জু ইউইয়াং এক পোস্টে জানিয়েছেন, শাওমি ইতোমধ্যে এমআইইউআই ১২ নিয়ে কাজ শুরু করেছে। আগের সংস্করণগুলোর ধারাবাহিকতায় নতুন সংস্করণে অনেক সুবিধা থাকবে বলে জানান তিনি।

তিনি অবশ্য এর বিস্তারিত কিছু জানাননি। পরে এর ডিভেলপমেন্ট সম্পর্কে জানাবে প্রতিষ্ঠানটি।

এমআইইউআই ১১ সংস্করণে বেশ কিছু পরিবর্তন এনেছে। এসেছে অনেক নতুন সব ফিচার। অডিও এক্সপেরিয়েন্স এবং অ্যালার্মে অনেক পরিবর্তন আনা হয়েছে বলেও জানিয়েছে শাওমি।

নতুন সংস্করণে পাওয়ার সেভিংস মোড দেওয়া হয়েছে।

ইএইচ/ অক্টোবর ১৮/ ২০১৯ / ১৮০০

*

*

আরও পড়ুন