Techno Header Top and Before feature image

ঢাবিতে চলছে জোবাইক

jobike-techshohor
Sheikhrussel day

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) চালু হয়েছে অ্যাপভিত্তিক বাইসাইকেল শেয়ারিং সেবা জোবাইক-‘ডিইউ চক্কর’।

এ উপলক্ষ্যে বুধবার টিএসসিতে বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু ও জোবাইক কর্তৃপক্ষ যৌথভাবে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।

জোবাইক সেবাটি আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যানসেলর মো. আখতারুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

বাইসাইকেল ভাড়া নেওয়ার প্রথম পাঁচ মিনিটে শিক্ষার্থীদের বিল উঠবে আড়াই টাকা। পাঁচ মিনিট পার হলে প্রতি মিনিটের জন্য দিতে হবে ৪০ পয়সা।

প্রথমাবস্থায় সব স্থানে সেবাটি পাওয়া যাবে না। ধীরে ধীরে সবগুলো জায়গাতেই সেবাটি দেবার কথা জানিয়েছেন জোবাইকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মেহেদী রেজা।

এর আগে ৭ অক্টোবর পরীক্ষামূলকভাবে সেবাটি চালু করা হয়। সপ্তাহ খানেক পরীক্ষামূলকভাবে চালানোর মাধ্যমে ব্যবহারকারীদের অভিজ্ঞতা ও অসুবিধাগুলো চিহ্নিত করা হয়।

এজেড/ অক্টোবর ১৭/২০১৯/১৪৪৮

*

*

আরও পড়ুন