নকিয়া ১১০ মিলবে রবিশপে

nokia-110-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দেশের বাজারে নকিয়া ১১০ নিয়ে এসেছে  রবিশপ। 

বুধবার রাজধানীর গুলশানে রবি কর্পোরেট অফিসে হ্যান্ডসেটটি উন্মোচন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে রবির চিফ ডিজিটাল সার্ভিসেস অফিসার শিহাব আহমেদ, এইচএমডি বাংলাদেশের হেড অব বিজনেস (নকিয়া ব্র্যান্ডের লাইসেন্সপ্রাপ্ত ডিস্ট্রিবিউটর) ফারহান রশিদ ও রবি ও এইচএমডি’র উধ্বর্তন কর্মকর্তারা ছিলেন।

হ্যান্ডসেটটি শুধুমাত্র রবিশপ, ই-কমার্স চ্যানেল ডিজিরেড ও রবি লিড ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে কেনা যাবে। 

Techshohor Youtube

ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ১৪৯ টাকা। কালো ও নীল এই দুই রঙে মিলবে হ্যান্ডসেটগুলো।

এজেড/ অক্টোবর ১৭/২০১৯/১২৪৫

আরও পড়ুন – 

দেশে নকিয়া আনলো ৭ ফোন 

সফটওয়্যার আপডেটে শীর্ষে নকিয়া, দ্বিতীয় স্যামসাং

*

*

আরও পড়ুন