![]() |
পিক্সেলের ইভেন্টে স্টেডিয়ার ক্লাউড গেইমিং সার্ভিসের ব্যাপারেও ঘোষণা দিয়েছে গুগল। গেইমিং স্ট্রিমিং প্ল্যাটফর্মটি উন্মোচন করা হবে ১৯ নভেম্বর।
গুগলের দেওয়া তথ্য অনুযায়ী, ক্রোম ট্যাবে ৪কে রেজুলেশনে ৬০ ফ্রেম পার সেকেন্ডে স্টেডিয়াতে গেইম খেলা যাবে। এর জন্য কোনো কিছু ইনস্টল করার প্রয়োজন নেই। ডেক্সটপ, ল্যাপটপ, ট্যাবলেট ও স্মার্টফোনে চলবে স্টেডিয়া।
২১ পাবলিশারের ৩১টি গেইম থাকবে স্টেডিয়াতে। প্রথমে শুধু ১৪টি দেশেই ক্লাউড গেইমিং সার্ভিসটি চালু করা হবে। স্টেডিয়া কন্ট্রোলার ও ক্রোমক্রাস্ট আল্ট্রাসহ স্টেডিয়ার ফাউন্ডার’স এডিশন প্যাক পাওয়া যাবে ১২৯ ডলারে। স্টেডিয়াতে সাবস্ক্রাইব করলে প্রতি মাসে খরচ করতে হবে ৯ দশমমিক ৯ ডলার। তবে ফাউন্ডার’স এডিশন প্যাক কিনলে প্রথম তিন মাসের সাবস্ক্রিপশন ফি দিতে হবে না।
পরবর্তীতে সাবস্ক্রিপশন ফি দেওয়ার পাশাপাশি নতুন গেইম পেতে টাকা খরচ করতে হবে।
তবে ফ্রিতেও কিছু গেইম খেলারও সুযোগ দেবে গুগল। ফ্রি সংস্করণ স্টেডিয়া বেজ আসতে পারে ২০২০ সালে। কিন্তু সেখানে কোনো গেইমই ৪কে রেজুলেশনের হবে না। সবগুলো গেইমের রেজুলেশন হবে ফুল এইচডি।
দ্য ভার্জ ও টেক রাডার অবলম্বনে এজেড/ অক্টোবর ১৬/২০১৯/১২৪১
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি