![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : রেডমি কে৩০ আনার ঘোষণা আগস্টেই দিয়েছেন রেডমি জেনারেল ম্যানেজার লু ওয়েবিং। তখন তিনি জানান, ফোনটি এখনো রিসার্চ ও ডেভেলপমেন্ট পর্যায়ে আছে।
এবার শাওমির সহ-প্রতিষ্ঠাতা লেই জুন জানালেন, ফোনটিতে পাঞ্চ হোল ক্যামেরা থাকবে।
তিনি এক ইউবো পোস্টে এ তথ্য জানালে এক ব্যবহারকারী লেখেন, আমার মনে আছে, এক সময় আপনি বলেছিলেন পাঞ্চ হোল ডিসপ্লে এখনো পূর্ণাঙ্গ রূপ পায়নি। এর জবাবে তিনি লেখেন, প্রথম দিকে পাঞ্চহোল ডিসপ্লের অবস্থা এমনটাই ছিলো। এখন এই প্রযুক্তি পূর্ণতা পেয়েছে।
কে৩০ হবে রেডমি ব্র্যান্ডের প্রথম ফাইভজি ফোন। ফোনটিতে থাকবে ডুয়েল সেলফি ক্যামেরা। ধারণা করা হচ্ছে, আগামী বছরের প্রথম ভাগে ফোনটি বাজারে আনা হবে।
গত জুনে রেডমি কে ২০ বাজারে আসে। এক মাসের মধ্যে রেডমি কে২০ ও রেডমি কে২০ প্রোর ১ মিলিয়ন (১০ লাখ) ইউনিট বিক্রি হয়। কে২০ তুমুল জনপ্রিয় হওয়ায় অনেকেই রেডমি কে সিরিজের নতুন ফোন পেতে আগ্রহী ছিলেন।
গিজচায়না অবলম্বনে এজেড/অক্টোবর ১৫/২০১৯/১৭৪৬
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি